30 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

Gyanvapi Mosque Case: জ্ঞানবাপী মামলায় জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে মুসলিম পক্ষ

শ্যামলী ত্রিপুরা লখনউ প্রতিনিধি: বারাণসীতে বিশ্বনাথের মন্দিরের পাশেই রয়েছে জ্ঞানবাপী মসজিদ। সেই মসজিদের একটি অংশে পূজার্চনা করতে চেয়ে বারাণসীর এক আদালতে আবেদন করেছিলেন পাঁচ হিন্দু মহিলা। এবার সেই আবেদন শুনতে সম্মত হল বারাণসীর ওই জেলা আদালত। এর ফলে হিন্দু মহিলাদের এই আবেদন খারিজ করে দেওয়ার যে আর্জি মসজিদ কর্তৃপক্ষের তরফে করা হয়েছিল তা কার্যত খারিজ হয়ে গেল। তবে মুসলিম পক্ষের অঞ্জুমান ইন্তেজামিয়া কমিটি জেলা আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হবে বলে খবর।

রাম মন্দিরের পর সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্কের বহু দানা বেঁধেছে। এই মসজিদে প্রার্থনা করার অনুমতি চেয়ে বারাণসী জেলা আদালতে আবেদন করেছিলেন পাঁচ হিন্দু মহিলা। তাঁদের দাবি, জ্ঞানবাপী মসজিদ চত্বরে হিন্দু দেব-দেবীদের মূর্তির চিহ্ন রয়েছে। সেই আবেদনের ভিত্তিতেই মসজিদের ভিতরে ভিডিয়ো করার নির্দেশ দিয়েছিল বারাণসী আদালত। সেই ভিডিয়োগ্রাফির রিপোর্ট মুখবন্ধ খামে আদালতের কাছে জমা দেওয়া হয়। কিন্তু সেই সময় হিন্দু আবেদনকারীরা সেই রিপোর্ট সম্পর্কিত তথ্য প্রকাশ করে বলে অভিযোগ ওঠে আসে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ