32 C
Agartala
Friday, March 29, 2024
- Advertisemet -spot_img

রাস্তায় শুয়ে দৈত্যাকার সাপ, হেলায় দুহাত দিয়ে সরালেন পথযাত্রী! ভাইরাল সেই ভিডিও

দৈত্যাকার সাপ রাস্তার উপর শুয়ে রয়েছে। দেখে যেন কিছুটা বিরক্তই হলেন পথযাত্রী। অতঃ কিম? কিছুই না। হইচই, প্যানিক কিছুটি না। বরং একেবারে নিরুদ্বিগ্ন হয়ে দুহাত দিয়ে দৈত্যাকার সাপটিকে হেলায় সরিয়ে দিলেন তিনি। অবাস্তব শুনতে লাগলেও এমনই একটি ভিডিও ভাইরাল ট্যুইটারে। দেখে কেঁপে উঠেছেন নেটিজেনরা। সাপের ভয়ে নয়, পথযাত্রীর দুঃসাহসে। তবে ভিডিও-র সত্যতা যাচাই করেনি আমরা। 


ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পরভিন কাসওয়ান তাঁর ট্যুইটার হ্যান্ডেলে ভিডিও শেয়ার করতেই হইচই পড়ে যায়। একী! কোথায় ঘটেছে এমন ঘটনা? উচ্চপদস্থ ওই আধিকারিকের ক্যাপশন থেকে জানা যাচ্ছে, দক্ষিণ ভারতের কোথাও ঘটনাটি ঘটেছে। সম্ভবত ওই ব্যক্তি কোথাও যাচ্ছিলেন। তাঁর রাস্তাতেই কোথাও একটা শুয়ে ছিল বিশালাকার সাপ। দেখে মোটেও ঘাবড়াননি তিনি। ভিডিও-য় দেখা যাচ্ছে, হাতে একটা টর্চ নিয়ে এগিয়ে যাচ্ছেন সাপটির দিকে। তার পর দুহাতে সেটিকে ধরে সরিয়ে দিচ্ছেন। যেন খড়কুটো সরাচ্ছেন এমন ভঙ্গিই স্পষ্ট তাঁর শারীরিক ভাষায়। ক্যাপশনে অবশ্য তিনি নেটিজেনদের কাছে গোটা ঘটনাটি সম্পর্কে মতামত জানতে চেয়েছেন। এই ভিডিওতে কি বন্যপ্রাণের প্রাকৃতিক বাসস্থানের সঙ্কটের ছবিই ধরা পড়ছে না? নাকি আসলে এই ভাবে দুর্ঘটনার হাত থেকে বন্যপ্রাণটি বাঁচানোরই চেষ্টা করেছেন ওই ব্যক্তি? প্রশ্ন তুলেছেন তিনি। তার পর অন্তত ১৪ হাজার ভিউ হয়েছে ভিডিওয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ