33 C
Agartala
Thursday, July 25, 2024
- Advertisemet -spot_img

ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল দুটি ট্রেন?

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, ২৫ জুন।। এখনও কাটেন করমণ্ডল এক্সপ্রেসের সেই রক্তাক্ত দুর্ঘটনার স্মৃতি। এরইমধ্যে এবার কলকাতার বুকে ভয়াবহ দুর্ঘটনা। কলকাতার বাঁকুড়ায় এক মালগাড়ির উপর উঠে গেল আরও একটি মালগাড়ি। রবিবার সাতসকালে এই ছবি দেখা গিয়েছে বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে। সূত্রের খবর, ওন্দা স্টেশনের লুপ লাইনে একটি মালগাড়ি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে ছিল। এদিকে সেই সময় ওই একই লাইনে আরও একটি মালগাড়ি বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিতে যাচ্ছিল। তখনই দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।মনে করা হচ্ছে সিগন্যালের সমস্যার জন্যই এমনটা ঘটেছে না নেট চালক ঘুমিয়ে পড়েছিলেন। যদিও এ বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি ওই এলাকায় রেলের সিনিয়ার ডিভিশনাল সেফটি অফিসার দিবাকর মাঝি। তবে ক্রটি যে আছে তা মানছেন তিনি। বলছেন, “কিছু একটা সমস্যা হয়েছে। আসলে কী হয়েছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তবে কোনও ক্রটি না থাকলে তো এটা হবে না। নিশ্চয় কোনও গোলমাল হয়েছে।”

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ