32 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

আনন্দ মেলার আসরে জুয়ার টেক

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর, ২৫ জুন।।আনন্দ মেলার আসরে জুয়ার টেক।ঘটনার বিবরণে জানা যায় যে,উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগর জনতা কলেজ সংলগ্ন এলাকায় স্থানীয় কয়েকটি ক্লাবের উদ্দ্যোগে বসে আনন্দ মেলার আসর।অথচ এই মিলন মেলাকে কালিমালিপ্ত করে পরিচালক সংস্থা জগন্নাথ এন্টারপ্রাইজ এর কর্ণধার দেবু রায় প্রকাশ্যে সুস্থ পরিবেশ কে কালিমালিপ্ত করে চালিয়ে যাচ্ছে জোয়ার আসর।এই নিয়ে বিগত বেশ কিছু দিন যাবৎ স্থানীয় সংবাদ মাধ্যমের নিকট এলাকার সচেতক মহল অভিযোগ করে আসছেন।এরই সত্যতা নিশ্চিত করতে গতকাল মেলাতে গেলে স্বচিএ ফুটে উঠে সাংবাদিকদের ক্যামেরায়।একটা সময় সাংবাদিক দের আক্রমণ করার চেষ্টায় মেতে উটে পরিচালক দেবু ও ক্লাব গুলোর সদস্য সহ স্থানীয় কিছু বকাটে যুবক।কেড়ে নেওয়ার চেষ্টা হয় সাংবাদিক দের হাতের ক্যামেরা।গনতন্ত্রের স্তম্ভ দের করা হয় অকথ্য ভাষায় গালিগালাজ।এমনি প্রাণে মারার ও হুমকি প্রদর্শন করা হয়।ক্ষনিকের জন্য উন্মাদ মাতালদের তান্ডবে বিষিয়ে উটে মেলা প্রাঙ্গন।পরিস্থিতি বেগতিক দেখে খবর পাটানো হয় পানিসাগর পুলিশে।পুলিশ পৌছালেও আক্রমণ কারিরা পুলিশের সামনেই সাংবাদিকদের দেখে নেবার হুমকি দেয়।অত্যন্ত পরিতাপের বিষয় হলো সাংবাদিকরা আক্রান্ত হলেও মেলা প্রাঙ্গনে উপস্থিত থাকা রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস সংবাদ কর্মীদের সহযোগিতার হাত না বাড়িয়ে বরং মেলাতে কোন ধরনের জোয়ার আসর বসেনি বলে দাবি করেন।এলাকার সচেতক মহলের দাবি অবৈধ জোয়া কারবারি দেবু রায় এলাকার কিছু বকাটে হলুদ সাংবাদিক ও পানিসাগর থানার বড় বাবুকে পকেটস্থ করে আনন্দ মেলার নামে সুস্থ সুন্দর পরিবেশ কে বিষিয়ে তোলেছে।এই নিয়ে এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন জনগন অচিরেই বিষয়টি পানিসাগর মহকুমা শাসক,পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করছেন।অন্যতায় অচিরেই মেলার নামে জোয়ার আসরে ঘটে যেথে পারে কোন না কোন অপ্রিতিকর ঘটনা।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ