25 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

ভয় ধরাচ্ছে নিপা ভাইরাস !

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, ১৫ সেপ্টেম্বর।।ফের একবার হানা নিপা ভাইরাসের।কেরলে খোঁজ মিলল নিপা ভাইরাসের। ইতিমধ্যেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিপায় আক্রান্ত আরও দুইজন। মঙ্গলবার নিপা ভাইরাসের খোঁজ মেলার খবর নিশ্চিত হতেই সতর্কতা জারি করা হয়েছে রাজ্যজুড়ে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বিশেষজ্ঞের দল পাঠানো হয়েছে। পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজির একটি দলও ইতিমধ্যেই কেরলে পৌঁছে গিয়েছে এবং কোঝিকোড় মেডিক্যাল কলেজে মোবাইল ল্যাব বসিয়েছে নিপা ভাইরাসের পরীক্ষা করার জন্য। বাদুড় নিয়ে সমীক্ষাও করা হবে বলে জানানো হয়েছে। বুধবার কেরল বিধানসভায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, “নিপা ভাইরাসে চারজন আক্রান্তের খোঁজ মেলার পর থেকেই সতর্কতা জারি করা হয়েছে। এটা নিপা ভাইরাসের বাংলাদেশ ভ্যারিয়েন্ট যা মানবদেহ থেকে অপর মানবদেহে সংক্রমিত হয়। এই স্ট্রেনের সংক্রমণের হার কম হলেও, এতে মৃত্যুর হার অনেক বেশি।”বীণা জর্জ জানান, পুণের এনআইভি থেকে একদল বিশেষজ্ঞ ছাড়াও, চেন্নাই থেকে একদল এপিডেমিওলজিস্ট আসছেন আজই। তাঁরা নিপা ভাইরাস নিয়ে সমীক্ষা করবেন। পাশাপাশি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-ও মবোক্লোনাল অ্যান্টিবডি পাঠাচ্ছে নিপা আক্রান্তদের চিকিৎসার জন্য।প্রসঙ্গত, হু’-এর রিপোর্ট অনুসারে নিপা বা নিভ প্রধানত বাদুর জাতীয় পশুর থেকেই ছড়ায়। নিপা অপেক্ষাকৃত নতুন ভাইরাস যা অতি সহজেই বাদুর জাতীয় তৃণভোজী প্রাণীর থেকে মানুষের দেহে প্রবেশ করে। শুধুমাত্র বাদুর নয়, নিপা শূকরের বর্জ থেকেও ছড়ায়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ