35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের চিনা অস্ত্র সরবরাহ করছে ISI: সূত্র

নয়া দিল্লি, নিয়ন্ত্রণরেখার ওপারে বসেই নাশকতার ছক কষা হচ্ছে। শুধু তাই নয়, পাক অধিকৃত কাশ্মীরে (PoK) জঙ্গি শিবিরগুলিতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সরবরাহ করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা (ISI)। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে এমনই খবর উঠে এসেছে। অত্যাধুনিক অস্ত্রগুলি মূলত চিনের তৈরি বলেও জানিয়েছেন গোয়েন্দারা।গোয়েন্দা সূত্রে খবর, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের জন্য মুখিয়ে রয়েছে পাক জঙ্গিরা। নাশকতারও ছক কষছে। আর তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করছে পাক গোয়েন্দা সংস্থা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি শিবির রয়েছে। সেখানে চিনা ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ করছে ISI। অস্ত্রগুলির মধ্যে যেমন পিস্তল, গ্রেনেড রয়েছে, তেমনই রাতের অন্ধকারেও দেখার মতো বিভিন্ন গ্যাজেট, এমনকি ডিজিটাল ম্যাপশিট, নেভিগেশন সিস্টেমও জঙ্গিদের সরবরাহ করছে আইএসআই। মূলত, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিদের ভারতে অনুপ্রবেশে সহায়তা করার জন্যই এই সমস্ত ডিজিটাল সামগ্রী আইএসআই সরবরাহ করছে বলে গোয়েন্দা সূত্রে খবর। কেবল অত্যাধুনিক অস্ত্র নয়, PoK-এ অবস্থিত জঙ্গিদের নিজেদের মধ্যে নিরাপদে যোগাযোগের জন্য অত্যাধুনিক ডিভাইসও সরবরাহ করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। যাতে তারা নিজেদের মধ্যে যে মেসেজ বিনিময় করবে, সেগুলি ভারতীয় গোয়েন্দা এজেন্সি কোনওভাবে পাঠোদ্ধার করতে না পারে।প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই জঙ্গিরা সীমান্ত পেরিয়ে জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ করছে বলে গোয়েন্দা সূত্রে খবর। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকারনাগ এলাকায় কয়েকজন জঙ্গির আত্মগোপন করে থাকার খবর পেয়ে গত মঙ্গলবার রাতে অভিযান চালায় কাশ্মীর পুলিশ ও সেনার যৌথবাহিনী। তারপর দু-পক্ষের গুলির লড়াইয়ে বুধবার এক পুলিশ আধিকারিক-সহ ৩ জওয়ানের মৃত্যু হয়। এরপর শুক্রবার সকালে গুলিবিদ্ধ আরও এক জওয়ানের মৃত্যু হয়। এখনও দু-পক্ষের গুলির লড়াই অব্যাহত।অন্যদিকে, বৃহস্পতিবার রাতে দিল্লি বিমানবন্দর থেকে এক আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। আরাফত আলি নামে ওই জঙ্গি ম্যাঙ্গালুরুর প্রেসার কুকার বিস্ফোরণ-সহ ভারতে একাধিক জঙ্গি কার্যকলাপ এবং আইএসের সদস্য বৃদ্ধির কাজে জড়িত বলে অভিযোগ। দীর্ঘদিন পলাতক ছিল সে। কেনিয়ার নাইরোবি থেকে দিল্লিতে ফিরতেই তাকে গ্রেফতার করেছেন জাতীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা।

পূর্ববর্তী খবর
পূর্ববতী খবর

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ