32 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

আজ ভারত বনাম পাকিস্তান, ভারতের প্রথম একাদশে কারা?

ক্রিড়া প্রতিনিধি: চিরপ্রতিদন্ধী পাকিস্তানের বিরুদ্ধে ফিরবেন বিরাট কোহলি।

সুযোগ পাবেন দীনেশ কার্তিক?

কেমন হবে দলের বোলিং আক্রমণ?

গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই এইবারও ভারতীয় দলের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা ও কেএল রাহুলকেই ওপেন করতে দেখা যাবে। গত বছর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অর্ধশতরান করেছিলেন বিরাট কোহলি। প্রায় মাসখানেক বিশ্রামের পর ফেরা প্রাক্তন ভারতীয় অধিনায়কের থেকে একইরকম পারফরম্যান্সের প্রত্যাশায় রয়েছে সকলে। কিপার হিসাবে ঋষভ পন্তই দলে সুযোগ পাচ্ছেন, সে নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।
টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে সূর্যকুমার যাদবকে সরানো এই সময় কার্যত অসম্ভব।
হার্দিক পাণ্ড্যর অলরাউন্ড দক্ষতাকে গত বছর খুব মিস করেছিল ভারতীয় দল। তবে সম্পূর্ণ ফিট হার্দিক এবার আগের বারের হতাশা ভুলে দলকে জেতাতে নিশ্চয়ই সবটা উজাড় করে দেবেন।
পন্ত দলে কিপার হিসাবে খেললেও দীনেশ কার্তিক হালে ফিনিশারের ভূমিকায় যেমন ব্যাট করেছেন, তাতে তাঁর প্রথম ম্যাচে অন্তত দলে থাকা নিশ্চিত।
দলের দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে একাদশে সুযোগ পাবেন রবীন্দ্র জাডেজা।
বুমরা চোটের জন্য নেই, স্কোয়াডে নেই মহম্মদ শামি। তাই তুলনামূলক তরুণ ভারতীয় বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ভুবনেশ্বর কুমারের কাঁধে।
অর্শদীপ সিংহ হালে যেমন বোলিং করেছেন, তাতে তাঁর দলে জায়গা পাওয়া নিশ্চিত বলে ধরাই যায়।
দলের দ্বিতীয় স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহাল জায়গা না পেলে, তার থেকে অধিক বিস্ময়ের আর কিছুই হবে না।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ