28 C
Agartala
Sunday, December 3, 2023
- Advertisemet -spot_img

ম্যাচ শেষ হতেই সৌজন্যতা, পাক পেসারকে বিরাটের উপহার

মাঠে তাঁরা প্রবল প্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে সেই রেষারেষির রেশ নেই। বরং সেখানে ভারত ও পাকিস্তান দুই দেশের ক্রিকেটারেরাই যেন পরম বন্ধু।
রবিবারওসেই ছবি অপরিবর্তিত ছিল। এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ শেষ হওয়ার পর বিরাট কোহলি ও হ্যারিস রউফকে মাঠের বাউন্ডারি লাইনের ধারে আলাদা করে কথা বলতে দেখা গেল। বিরাটের কাছে জার্সির আবদার করেন পাকিস্তানের পেসার। বিরাট সঙ্গে সঙ্গেই তাঁর ম্যাচের জার্সিটি উপহার দেন ডানহাতি পাক পেসারকে। ১৮ নম্বর জার্সিতে বিরাটের নামের নীচে অটোগ্রাফও করে দেন কোহলি। হ্যারিসকে দেখা যায় কোহলিকে ধন্যবাদ জানাতে।
পরে সেই ভিডিও শেয়ার করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘ম্যাচ হয়তো শেষ হয়ে গিয়েছে কিন্তু এই মহূর্তগুলি উজ্জ্বল থেকে যাবে। ভারত-পাকিস্তান ম্যাচের শেষে স্বাক্ষরিত জার্সি হ্যারিস রউফের হরাতে তুলে দিলেন বিরাট কোহলি’।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ