36 C
Agartala
Friday, April 26, 2024
- Advertisemet -spot_img

স্বামী ছেড়ে পাঁচ বছরের শিশু কন্যাকে নিয়ে গৃহবধূ পলাতক

কাঞ্চনপুর প্রতিনিধি: স্বামী উত্তর জেলার কাঞ্চনপুরের বড়হলদি এলাকার বাসিন্দা অমর নাথ পেশায় রাজ্য সরকারের SPO পদে তিনি কাঞ্চনপুর থানার অধীনে কর্মরত রয়েছেন। গত ২৫ শে আগস্ট উনার স্ত্রী চুমকী নাথ পাঁচ বছরের শিশু কন্যা রুপালি নাথ কে নিয়ে শাশুড়িকে বাপের বাড়ি অহৈলাপুর যাওয়ার কথা বলে চলে যায়। ঐদিন সন্ধ্যা রাতে টেলিফোনের মাধ্যমে খোঁজ খবর নিয়ে স্বামী জানতে পারে চুমকী বাপের বাড়ি যায়নি। পরে কাঞ্চনপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।। এদিকে পাঁচ বছরের শিশু কন্যা রুপালি নাথের জন্য বাপের চোখের ঘুম হারিয়ে যায়।

চুমকীর স্বামী অমর নাথের সঙ্গে আলোচনায় বেরিয়ে আসে আসল রহস্য। চুমকী গত এক বছর ধরে তার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে আসছে। অন্যদিকে মোবাইল ফোন নিয়ে ব্যস্ততা চুমকীর,, অনেক সময় তা স্বামীর চোখে ধরা পড়লেও কথা কাটাকাটি হয় তারা দুজনের মধ্যে। এখানেই সীমাবদ্ধ নেই চুমকীর, চুমকি ১৫ দিন স্বামীর ঘরে, আর ১৫ দিন বাপের বাড়ি থাকতো সে। বলতে গেলে বলা যায় যে বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে লাইফ স্টাইল মেনটেইন করতে আর্থিক অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছিল চুমকী। কারণ, অমর নাথ রাজ্য সরকারের যে কর্মসংস্থানে রয়েছেন সেখানে খুব অল্প পরিমানে অনারিয়াম দেওয়া হয় তাদেরকে,, তাই অমরের স্ত্রী এই অল্প টাকার মধ্যে পরিবার কে ভরণপুষণ দিয়ে নিজের লাইফ স্টাইল মেনটেইন করতে পারছিলেন না। তাই নিজের লাইফস্টাইল মেইনটেইন করার লক্ষ্য নিয়ে পলাতক চুমকী।। তবে চুমকির স্বামী এক সাক্ষাৎকারে জানিয়েছেন উনার মেয়েটি কে যেন উনার কাছে ফিরিয়ে দেয় চুমকী।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ