38.1 C
Agartala
Thursday, April 18, 2024
- Advertisemet -spot_img

হংকং এর বিরুদ্ধে খেলবেন পন্ত! হংকং এর বিরুদ্ধে প্রথম একাদশে কারা?

পাকিস্তানের বিরুদ্ধে সকলকে চমক দিয়ে দিয়েই ঋষভ পন্তকে ছাড়াই মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচেও হংকং এর বিরুদ্ধে পন্ত কি দলের বাইরেই থাকবেন, দীনেশ কার্তিকই খেলবেন কিপার হিসাবে? কী অনুমান হচ্ছে?

হংকং এর বিরুদ্ধে প্রথম একাদশে কারা খেলবেন?

ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মাকে। হংকংয়ের বিরুদ্ধে জয় মানেই সুপার চারে পৌঁছে যাবে ভারত।

পাকিস্তানের বিরুদ্ধে শূন্য রানে আউট হন কেএল রাহুল। চোট সারিয়ে ফেরার পর আসছে না রান। তবে এই ম্যাচে তিনিই রোহিতের সঙ্গে ওপেন করবেন বলে খবর।
বিরাট কোহলির দলে থাকছেই। অনেক দিন পর ফর্মে এসে পুরনো কোহলির হালকা আভাসও পাওয়া গিয়েছে। ফলে থাকবেন কোহলি।
ভারতীয় বোলিং বিভাগের নেতা ভুবনেশ্বর কুমার। গত ম্যাচে চার উইকেট নিয়ে তৈরি করেছেন ইতিহাস। তিনি দলে থাকবেনই।
গত ম্যাচে ব্যাটে বলে অনবদ্য পারফরম্যান্সের পর, ‘ম্যান অফ দ্য মোমেন্ট’ হার্দিক পাণ্ডের স্থান পাকা।

অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাডেজার স্থান প্রায় তো পাকাই।
ঋষভ পন্তের এই ম্যাচে ফেরার সম্ভাবনা থাকলেও, কিপার না হলেও, অন্তত ব্যাটার হিসাবে দীনেশ কার্তিক দলে থাকবেন।
অর্শদীপ সিংহ থাকছেন বলে জোড় খবর। আগের ম্যাচেও দুই উইকেট নিয়েছিলেন। দিন দিন তিনি ভারতীয় বোলিং লাইন আপের অবিচ্ছেদ্য় অঙ্গ হয়ে উঠছেন।
গত ম্যাচটা ভাল যায়নি যুজবেন্দ্র চাহালের। তবে টি-টোয়েন্টিতে লেগ স্পিনের কার্যকারিতা অপরিশীম। তাই চাহাল সম্ভবত এই ম্যাচে খেলবেন।
দলে একমাত্র আবেশ খানের জায়গা পাওয়া নিয়ে কিছুটা সন্দেহ আছে। পাকিস্তানের বিরুদ্ধে এক উইকেট নিলেও, প্রচুর রান দিয়েছেন তিনি। তাঁর বদলেই সম্ভবত দলে আসতে পারেন পন্ত।
সূর্যকুমার যাদবও থাকছেন, কারণ, দলের তিনি মিডল অর্ডারের স্তম্ভ।ফলে সূর্য খেলবেনই।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ