31 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

কর্নজয় স্কুল মাঠে অনুষ্ঠানিত হল ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি: ২২ আগস্ট থেকে এক সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে দাসপাড়া কর্নজয় স্কুল ময়দানে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় । মোট 17 টি দল এই খেলায় অংশগ্রহণ করেছিল। Y.W.B দাসপাড়া vs টিম ডিফারেন্ট এই দুটি দলের মধ্যে আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনেক হাট্টাহাট্টি লড়াইয়র পর টিম ডিফারেন্ট দল জয়ী হয় । টিম ডিফারেন্ট চারটি গোল দেয় কিন্তু ওয়াই . ডাবলু. বি. দাসপাড়া টিম একটি গোল দিতে সক্ষম হয়নি । উইনার দলকে ট্রপি সহ ৬০০০ টাকা দেওয়া হয় । দাসপাড়া টিমকে রানার্সআপ ৪০০০ টাকা দেওয়া হয় ।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ