35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্লাস নিচ্ছে স্কুলের আয়া

নিজস্ব প্রতিনিধি:


মেলাঘরের ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্লাস নিচ্ছেন ওই স্কুলের আয়া। দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনামের সঙ্গে মেলাঘরের হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুলটি চলছিল। কিন্তু বর্তমানে এই স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন ওই স্কুলের এক মহিলা আয়া।রাজ্যের অধিকাংশ স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা জন্য শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। এর মধ্যে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘরের ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলটি অন্যতম। এই স্কুলে প্রাথমিক বিভাগে পাঁচটি ক্লাসের মধ্যে ৪০৪ জন ছাত্রছাত্রী রয়েছে। তাদেরকে পড়াশুনা করার জন্য শিক্ষক রয়েছে চারজন। স্কুলের পরিকাঠামো না তৈরি করে রাজ্যের শিক্ষা দপ্তর স্কুলগুলির মধ্যে বিদ্যা জুতি প্রকল্প চালু করেন। এদিকে রাজ্যের প্রতিটি স্কুলে শিক্ষক স্বল্পতা ভুগছে। এর মধ্যে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলটিতে একজন শিক্ষক একই টাইমে তিনটি করে ক্লাস চালাচ্ছে, প্রতিটি ক্লাসে ১০ থেকে ১৫ মিনিট করে ক্লাস চালিয়ে যাচ্ছে। কিন্তু শিক্ষক স্বল্পতার কারণে এখন ওই মেলাঘর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলটিতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে আয়া। যেটা ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে লজ্জাকর ঘটনা। তাহলে ভাবুন আগামী দিনে শিক্ষা ব্যবস্থার হাল এই ত্রিপুরা রাজ্যে কি হতে পারে। যদি রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের প্রত্যেকটি স্কুল গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের ব্যবস্থা না করে, তাহলে আগামী দিনে শুধু আয়া নয়. স্কুলের নাইট গার্ড দিয়েও ক্লাস করাতে হবে বলেই দাবি করছেন অভিভাবক মহল।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ