32 C
Agartala
Thursday, April 25, 2024
- Advertisemet -spot_img

গণপিটুনিতে যুবক খুন

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর, ৯ জানুয়ারি || দুষ্কৃতিকারিদের সংঘবদ্ধ আক্রমনে নিহত এক ব্যাক্তি।ঘটনাটি ঘটে বিগত সাতই জানুয়ারি রাএিতে উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পদ্মবিল এক নং ওয়ার্ডে কলোনী স্কুল সংলগ্ন এলাকায়।ঘটনার বিবরনে যানা যায় যে,ঐ দিন রাএি আনুমানিক সারে সাতটা নাগাদ পশ্চিম পদ্মবিল দুই নং ওয়ার্ডের বাসিন্দা সুখময় দাস এর পুএ সজল দাস(৪২)স্থানীয় সিলেটি ক্যাম্প বাজার থেকে নিজ বাড়িতে যাবার পথে ঐ এলাকায় পৌছালে আততায়ীদের আক্রমণে ঘটনা স্থলেই মাটিতে লুটিয়ে পড়ে।ঘটনার পরপরই স্থানীয় এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা সজল কে দেখতে পেয়ে তড়িঘড়ি খবর পাটায় সজলের বাড়িতে।বাড়ির লোকজনের প্রচেষ্টায় তাকে প্রথমে উপ্তাখালি ও পরবর্তীতে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে শারিরিক অবস্থার অবনতি দেখে তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিক্যাল কলেজে।কিন্ত সেখান নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।হাসপাতালে নিয়ে যাবার পুর্বেই সে মৃত্যুর কোলে ডলে পড়ে।পরদিন দুপুরে ময়না তদন্ত সেরে গতকাল রাএিতে মৃতদেহ নিয়ে আসা হয় ওর বাড়িতে।রাএিতেই সৎকার করা হয়।মৃত সজলের পরিবার সুএে জানানো হয় যে,উপ্তাখালি হাসপাতাল থেকে ধর্মনগর এবং পরবর্তীতে শিলচরে নিয়ে যাবার সময় পর্যন্ত আহত অবস্হায় সজল তিন জনের নাম করে অভিযোগ করে।এর হলেন বাবুলাল দাস(৩৫) পিতা দূর্গেশ দাস,উওর পদ্মবিল, এক নং ওয়ার্ড,লক্ষন দে(২৬) পিতা অজিত দে,বাড়ি উপ্তাখালি, দুই নং ওয়ার্ড এবং সমির শব্দকর(৩৫) পিতা নৃপেন্দ্র শব্দকর,বাড়ি উপ্তাখালি এক নং ওয়ার্ডে।মৃত সজলের পরিবারের অভিযোগ মুলে গতকাল রাএিতেই অভিযুক্ত বাবুলাল কে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসা হয় পানিসাগর থানায়।মৃতের পরিবার সুএে জানানো হয় যে,ঘটনার দিন রাএিতে সজলের মোবাইলের কললিস্টে বাবুলাল সহ বেশ কয়েকজনের নম্বর পাওয়া গেছে।সজলের পরিবার থেকে অভিযোগ করা হয় পদ্মবিল এলাকায় খ্রীষ্টান মিশনারির জায়গা ক্রয় বিক্রয় কে কেন্দ্র করে পুর্ব পরিকল্পিত ভাবে সজলকে খুন করা হয়েছে।এই মর্মে আজ নয়ই জানুয়ারি তিন অভিযুক্তের বিরুদ্ধে পানিসাগর থানায় একটি খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়ছে।এখন দেখার বিষয়,সজল খুনের প্রকৃত দোষীদের পাকরাও করে পানিসাগর থানা কি পদক্ষেপ গ্রহন করেন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ