35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

আইপিএফটি দলের উদ্যোগে যোগদান সভা

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, খোয়াই, ৮ জুলাই ।। রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় আইপিএফটি দলের উদ্যোগে যোগদান সভা।পরবর্তী লোকসভা নির্বাচনের হাতে গোনা ১০ মাসেরও কম সময় বাকি। এ মুহূর্তে ত্রিপুরা রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির ছোট সরিক আইপিএফটি দলকে চাঙ্গা করার লক্ষ্যে ময়দানে নেমে পড়েছে নেতৃত্বরা।আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আইপিএফটি দল রাজ্যের এডিসি এলাকায় শক্তিযোগাতে প্রতিদিন রাজ্যের কোনো না কোনো বিধানসভা এলাকায় বড়সড় যোগদান সভা করে চলেছে।সদ্য হয়ে যাওয়া ২০২৩ বিধানসভা নির্বাচনের পূর্বেই রামচন্দ্রঘাট বিধানসভা জনসমর্থন হারিয়েছিল আইপিএফটি দল। যার ফলে সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে বড় মাপের একটি সভাও করতে পারেননি রামচন্দ্রঘাট বিধানসভায় এলাকায় আইপিএফটি দল। বিধানসভা নির্বাচনে রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্র আইপিএফটি দলের মনোনীত প্রার্থী প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মার ঝুলিতে ১ হাজারের কম ভোট পড়েছে।আইপিএফটি দলের উদ্যোগে বিধানসভা নির্বাচনের জয় পরাজয়ের বিধানসভা ভিত্তিক পর্যালোচনা হয়ে গেছে।এর মধ্যে পাহাড়ে দলের জনসমর্থন ফিরিয়ে আনার জন্য ও বুথ স্তরে ঢেলে সাজানোর জন্য সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য দলত্যাগ পর্ব সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।এই কর্মসূচি গুলি পালনের অঙ্গ হিসেবে শনিবার দুপুর 12 টা নাগাদ খোয়াই মহকুমার অন্তর্গত পদ্মবিলের কাঞ্চন প্রভাত দেবী কমিউনিটি হলে আইপিএফটি দলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিনের আয়োজিত এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তাছাড়া উপস্থিত ছিলেন আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রশান্ত দেববর্মা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত দেববর্মা, আইপিএফটি মহিলা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি যশোদা রানী জমাতিয়া সহ খোয়াই ডিভিশনের নেতৃত্বরা। এদিনের এই সাংগঠনিক সভার শেষে একে যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় সিপিআইএম ও তীপ্রা মথা দলত্যাগ করে ১৩০ পরিবারের ৪১২ জন ভোটার আইপিএফটি দলের সামিল হয়। নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নিলেন মন্ত্রী শুক্লাচরণ অতিয়া ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রশান্ত দেববর্মা।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ