30 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

জ্বলেবাসাতে আটক কাঠ বুঝাই গাড়ি

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর, ৮ জুলাই।।৭ ই জুলাই রাএি আনুমানিক আটটা নাগাদ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা সড়কের বি,বি,আই ইটভাট্টা সংলগ্ন এলাকায় কাঠ পাচার কালে একটি নম্বর বিহীন মারুতি অল্ট্রো গাড়িকে আটক করে জলাবাসা ফরেস্ট বিট অফিসের কর্মীরা।ঘটনার বিবরণে জানা যায় যে,গোপন তথ্যের ভিওিতে জলাবাসা ফরেস্ট বিট অফিসের কর্মীরা গোপন তল্লাশি অভিযানে নেমে কাঠ বোঝাই গাড়িটির পিছু দাওয়া করলে অবস্থার বেগতিক দেখে প্রচন্ড গতিতে ছুটতে গেলে গাড়িটির সামনের দুটি টায়ার ফেটে যায়।তাই বিকল গাড়িটি ফেলে চম্পট দেয় কাঠ কারবারিরা।জানা গেছে গাড়িটিতে প্রায় আশি ফুটের মতো চেড়া কাঠ রয়েছে।পরবর্তীতে ড্রজার লাগিয়ে কাঠ সমেত অল্ট্রো গাড়িটিকে নিয়ে যাওয়া হয় জলাবাসা ফরেস্ট বিট অফিসে।গাড়িটিতে কাওকে না পাওয়াতে কারুর বিরুদ্ধে কোন আইনি প্রক্রিয়া অবলম্বন করা সম্ভব হয় নি।জলাবাসা ফরেস্ট বিট অফিসে কর্মীদের প্রচেষ্টায় চোরা কাঠ সহ গাড়ি আটক হওয়ায় গোটা জলাবাসা এলাকা জোরে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস পরিলক্ষিত হয়। কেননা প্রতি বৎসরই এই ধরনের চেরা কাঠ বোঝাই গাড়ি গুলির বেপরোয়া চালনার জন্যে দুই তিন জনকে প্রান বিসর্জন দিতে হয়েছে।অথচ সব কিছু জেনে বুঝেও একাংশ পুলিশ ও বন কর্মীদের বদান্যতায় চোরা কাঠ কারবারিরা বুক চেতিয়ে বানিজ্য কায়েম করে চলেছেন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ