25 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

পানিসাগর প্রেস ক্লাবের উদ্দ্যোগে ডোপুটেশন

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর, ৭ জুলাই।। উওর জেলার পানিসাগর প্রেস ক্লাবের উদ্দ্যোগে মেলার নামে অবৈধ জুয়ার আসর বসানোর প্রতিবাদে ডোপুটেশন প্রদান করা হয়।সংবাদে প্রকাশ বিগত বেশ কিছুদিন যাবৎ উওর জেলার রামনগর জনতা কলেজ সংলগ্ন মাঠে স্থানীয় তিনটি ক্লাবের উদ্দ্যোগে অনুষ্ঠিত আনন্দ মেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে বসে জুয়ার আসর।এলাকা বাসিদের অভিযোগ মুলে পানিসাগর মহকুমার সাংবসদিকরা গিয়ে জুয়া খেলার আসরে হানা দিয়ে তাদের সমস্ত কুকীর্তি ফাঁস করে দেওয়াতে পুলিশের সামনেই জুয়া কারবারিরা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রানে মারার হুমকি প্রদান করেন।পরবর্তীতে সকলের উপস্হিতিতে মেলা পরিচালন কমিটি এবং পুলিশ সহ আলোচনা করে মেলাতে আর জুয়া খেলা হবেনা বলে সাংবাদিকদের জানানো সত্বেও পরদিন থেকে পুনরায় স্বমহিমায় মেলাতে জুয় খেলা শুরু হয়।এই নিয়ে রাজ্যের বেশ কয়েকটি সংবাদ পএে সংবাদ পরিবেশিত হওয়াতে বিগত পয়লা জুলাই সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে ছুটে যান পানিসাগর মহকুমা শাসক সুভাষ আচার্যী, মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব্বর্মা ও পানিসাগর থানার ও,সি রঞ্জিত দেব নাথ সহ বিশাল পুলিশ বাহিনী।প্রশাসনিক আধিকারিকদের হানার আচ পেয়ে মেলা চললেও মেলায় জুয়া খেলা বন্ধ করে দেয়।তবে প্রশাসনিক ভাবে মেলার মালিক দেবু রায় কে প্রচন্ডভাবে সংযত করে দেওয়া হয়।কিন্ত তাতেও কিছু হয়নি,পরদিন রাএিতে যথারিতি সেই ট্রডিশন কে বজায় রেখে পুনরায় জুয়ার আসর বসানো হয়।এলাকাবাসীদের অভিযোগ মুলে মেলা পরিচালন কমিটি তথা মালিক দেবু রায় রিথি মতো পুলিশ এবং সাংবাদিকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বহাল তবিয়তে চ্যালেঞ্জ জানিয়ে চালিয়ে যাচ্ছে জুয়া কারবার।তাই মহকুমার বৃহৎ অংশের শুভ বুদ্ধি সম্পন্ন জনগনের স্বার্থে আনন্দ মেলায় জুয়া খেলা বন্ধের প্রতিবাদ জানিয়ে পানিসাগর প্রেস ক্লাবের উদ্দ্যোগে পানিসাগর থানার ও,সি,পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব্বর্মা, পানিসাগর মহকুমা শাসক সুভাষ আচার্যী এবং উওর জেলার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নিকট ডেপুটেশন প্রদান করা হয়।এখন দেখার বিষয় হলো জেলা পুলিশ সুপার সহ পানিসাগর মহকুমা শাসক মেলাতে জুয়ার আসর বন্ধে কি ভুমিকা গ্রহণ করেন।মেলাতে জুয়ার আসর বসিয়ে সুস্থ পরিবেশ কে বিশিয়ে তুলে এলাকার শান্তি, সম্প্রিতি ও ঐক্যের বাতাবরন কে বিঘ্নিত করায় গোটা মহকুমা জোরে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ