25 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর, ১৬ জুলাই।। উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েতের নয়দ্রোন ৩নং ওয়ার্ডে অনুষ্টিত হয় নাইন এ সাইড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান।উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মালতী রানী নাথ।এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য বিমল ভূষণ দেব, ব্রজলাল নাথ, সমাজসেবী মানিক নাথ,অনিল দেব, বিশ্বজিৎ দাস সহ নয়দ্রোন ফুটবল পরিচালন কমিটির সদস্য বৃন্ধরা।উক্ত ফুটবল টুর্নামেন্টটি শুরু হবে ১৪ টি দল নিয়ে।উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে দুটি শক্তিশালী দল সাইকা জুনিয়র এফ,সি বনাম রকস্টার এফ,সি ।উদ্ভোধনী খেলাটি পরিচালনায় রেফারি হিসেবে ছিলেন বিধান দাস। সহকারী রেফারি হিসেবে ছিলেন রাজু দাস ও সুপায়ন নাথ।পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নয়দ্রোন ফুটবল কমিটির এক সদস্য জানান যে নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ও যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে সরিয়ে আনতে তাদের এই প্রয়াস।টুর্নামেন্টে বিজয়ীদের ট্রফি সহ নগদ দশ হাজার টাকা এবং রানার্সদের ট্রফি সহ নগদ পাঁচ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে।বিগত দিনগুলোর ন্যায় এবারও নয়দ্রোন স্কুলমাঠে ফুটবল খেলার আয়োজন কারাতে স্থানীয় এলাকার ক্রীড়াপ্রেমী জনগনের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ