27 C
Agartala
Thursday, July 25, 2024
- Advertisemet -spot_img

পিতৃ সম্পত্তি জবরদস্তি দখল

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি বিশালগড়, ১৬ জুলাই।।সংসারে চার বোন পাঁচ ভাইl অনেক পূর্বেই মা মারা যায়l যদিও বর্তমানে বাবা মরণ চন্দ্র ঘোষ বয়স প্রায় ১০০ হওয়ার পথেl বর্তমানে বিছানায় শয্যাশায়ীl ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন ধনছড়ি এলাকায়l যদিও সকলের সংসার এবং পরিবার নিয়ে আলাদাl কিন্তু পিতৃ সম্পত্তি এখনো ভাগ হয়নিl অন্যদিকে চার বোনের চার জায়গায় বিয়ে হয়ে যাইl তবুও পিতৃ সম্পত্তি পাওয়ার দাবী রয়েছেl কিন্তু হলে কি হবে বয়স্ক বাবা তেমন কিছু করতে পারেনিl পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই একপক্ষ হয়ে চার বোন এবং এক ভাইকে ঠকিয়ে মা এবং বাবার প্রায় ২৫কানি জায়গা অধিক বলপূর্বক দখল করে নেইl তা নিয়ে দীর্ঘদিন যাবত চার বোন এবং এক ভাই এলাকার পঞ্চায়েত এবং স্থানীয় মাতব্বরদের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নিl যতবারই সালিশি সভা ডাকা হয় একবারও সালসি সভায় সেই চার ভাই উপস্থিত হয়নিl এদিকে সম্পত্তি পাওয়ার অধিকার নিয়ে চার বোন এবং এক ভাই দাবি করতে আসলেই তাদের উপর আক্রমণ চলায় এবং প্রচন্ডভাবে মারধোর চালাই বলে অভিযোগl আরো অভিযোগ সেই চার ভাই নির্মল ঘোষ, বিমল ঘোষ, অরুণ ঘোষ এবং শ্যামল ঘোষ মিলে তাদের উপর বারবার আক্রমণ চালাইl ২৫কানি জায়গার মধ্যে ১২কানি জায়গা রয়েছে রাবার বাগান সেই রাবার বাগান চার ভাই দীর্ঘদিন যাবত ভোগ করছে বলপূর্বক ভাবেl অথচ তারা জানতে চাইলে তাদের উপর আক্রমণ চালায় এমনকি বারবার গাছ বিক্রি করে কাঠ নিয়ে যাচ্ছে কিন্তু সেই চার বোন এবং এক ভাইকে একবারও দিতে নারাজl এদিকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে শনিবার বিকেল বেলা অভিযুক্ত চার ভাই যারা পিতৃ সম্পত্তি তাদেরকে ঠকিয়ে দখল করে রেখেছে এবং তাদের উপর জিজ্ঞাসা করতেই আক্রমণ চালায় দফায় দফায় তাদের উপর মারধর চালায় সেই অভিযোগ এনে মধুপুর থানায় অভিযুক্ত চার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেl এরা হলেন নির্মল ঘোষ,বিমল ঘোষ , অরুন ঘোষ এবং শ্যামল ঘুষl যদিও তাদের দাবি প্রশাসন যেন তাদের পিতৃ সম্পত্তি সকলকে ন্যায্য পাওনা পাওয়ার ব্যবস্থা করে দেয়l

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ