25 C
Agartala
Tuesday, February 27, 2024
- Advertisemet -spot_img

সাত দিবসিয় কর্মশালার সমাপ্তি

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর, ২৬ জুলাই।।দুপুর দুই ঘটিকায় উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা দ্বাদশমান বিদ্যালয় অনুষ্ঠিত হয় জাতীয় সেবা প্রকল্পের সাত দিবসিয় কর্মশালার সমাপ্তি লগ্নের অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভুষন দাস।এছাড়াও উপস্থিত ছিলেন জলাবাসা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ দাস,জলাবাসা দ্বাদশমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক ভীল,জলাবাসা দ্বাদশমান বিদ্যালয় পরিচালন কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত রাজকুমার,বিদ্যালয়ের এন,এস,এস প্রোগ্রাম অফিসার সঞ্জয় দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্ধ সহ ছাএ ছাএি বৃন্ধরা।সমাপ্তি লগ্নের অনুষ্ঠানের শুরুতেই বিধায়কের হাত ধরে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপন কর্মসূচি।বৃক্ষরোপন উৎসব শেষে এন,এস,এস ক্ল্যাপ এর মাধ্যমে বিধায়ক সহ উপস্থিত অতিথিদের স্বাগত জানান এন,এস,এস ভলান্টিয়ারগন।সমাপ্তি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাএীবৃন্ধরা।পরিশেষে অনুষ্ঠান মঞ্চে বিধায়কের আলোচনার মাধ্যমে সাত দিবসিয় কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ