25 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

খোয়াই-এ পুলিশের মেগা স্বাস্থ্য শিবির

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, খোয়াই, ২৫ জুলাই।।খোয়াই-এ পুলিশের মেগা স্বাস্থ্য শিবির মঙ্গলবার খোয়াই থানায় খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক এবং খোয়াই থানার যৌথ উদ্যোগে এক মেগা স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়। এদিনের এই মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন মজুমদার,খোয়াই থানার কর্ত্যরত পুলিশ আধিকারিক রাজ কুমার জমাতিয়া,খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা সহ অন্যান্য পুলিশ কর্মীরা । এদিনের এই মেগা স্বাস্থ্য শিবিরে খোয়াই মহকুমা সমস্ত পুলিশ কর্মী টি এস আর কর্মীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশী বিভিন্ন রোগের ওষুধ প্রদান করা হয় । পুলিশ এবং টি এস আর কর্মীরা সমাজের নিরাপত্তা এবং আইনী কর্তব্য পালন করতে গিয়ে নিজেদের এতটাই ব্যাস্ত রাখেন যে নিজেদের শারীরিক অবস্থার খোঁজ রাখার সময় পান না তাই কর্তব্য পালনের ক্ষেত্রে তাদেরও সুস্থ্য থাকাটা প্রয়োজন । এই কথা মাথায় রেখে খোয়াই পুলিশ সুপারের নির্দেশেই আয়োজন করা হয় এই মেগা স্বাস্থ্য শিবিরের এবং আগামী তিন মাস খোয়াই মহকুমার সমস্ত থানা এবং ফাঁড়ি গুলোতে চলবে এই মেগা স্বাস্থ্য শিবির
সাংবাদিকদের এক সাক্ষাৎকারে এ কথা জানান খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন মজুমদার

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ