35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

বাইক রেখে বাজার করতে যাচ্ছেন সাবধান!

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর ,১৭ আগষ্ট।।ফের আরেকবার বাইক চুরির ঘটনা ঘটে পানিসাগর রেগুলেটেড মার্কেট এরিয়ায়।ঘটনার বিবরণে জানা যায় যে,অন্যান্য দিনের ন্যায় গতকাল রাএি আনুমানিক আটটা নাগাদ পানিসাগর রেগুলেটেড মার্কেটে তিন নং গেইট সংলগ্ন এলাকায় নিজের পালসার বাইক টি রেখে বাজার করতে যায় পানিসাগর নগর এলাকার পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সজল দাস।প্রায় এক ঘন্টা পরবর্তীতে ফির এসে যথা স্থানে বাইকটি না পেয়ে আশপাশ এলাকার অনেক খোঁজা খোজি করে না পেয়ে একপ্রকারের নিরাশ হয়ে রাএিতেই পানিসাগর থানায় অভিযোগ জানায়। পানিসাগর থানায় বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করেন।জানা গেছে এখন পর্যন্ত পানিসাগর মহকুমা জোরে প্রায় এিশটির উপর বাইক চুরি হলেও একটি বাইকেরও কোন চোরকে সনাক্ত করতে পারেনি পানিসাগর থানার পুলিশ।এর মধ্যে বিগত প্রায় বৎসর খানেকের মধ্যে একমাএ সরকারি রেগুলেটেড মার্কেট থেকেই প্রায় দশটির উপর বাইক চুরি কান্ড সংঘটিত হয়।পানিসাগর নগর সভ্যতাকে নিরাপওা দিতে নগর পঞ্চায়েতের উদ্যোগে পানিসাগর বাজার সহ সরকারি রেগুলেটেড মার্কেটে লক্ষ লক্ষ টাকা ব্যায় করে লাগানো সি,সি ক্যামেরা থাকা সত্বেও টুটো জগন্নাথ এর ভূমিকায় ক্যামারা গুলো।প্রতিটি বাইক চুরি কান্ডের পরবর্তীতে থানায় অভিযোগ জানালে আশপাশ থানা গুলোকে ম্যাসেজ পাটিয়ে দায়সারা মনোবাব পোষন করছে পানিসাগর থানার পুলিশ।বিট প্রেট্রোলের নাম করে রাজ্য সরকার কতৃক কোটি কোটি টাকা ব্যায়ে বিটপ্রেট্রোল বাইক গুলি আপাতত প্রতিটি থানার শোভা বৃদ্ধি সহ ব্যাক্তিগত কাজে ব্যাবহুত হচ্ছে।পানিসাগর থানার এই ধরনের নেতীবাচক ভূমিকায় মাঝপথে হাত সাফাই করে চলেছে চোরেরা।ইদানিং কালে প্রায় এক থেকে দেড় মাস অন্তর অন্তর বেশ কয়েকটি বাইক চুরি করে নিয়ে যায় চোরেরা।গোটা মহকুমা জোরে বাইক,টুকটুক এর ব্যাটারি সহ বাড়িঘর দোকানপাটে একের পর এক চোরেরা হাত সাফাই করে চললেও পানিসাগর থানা ধৃতরাষ্ট্রের ভুমিকায়।এই নিয়ে গোটা পানিসাগর মহকুমা জোরে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ