35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

জনবহুল এলাকায় বিরল প্রজাতির গুইল সাপ উদ্ধার

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর, ৩১ আগষ্ট।। উওর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত পানিসাগর ফরেস্ট রেঞ্জ এর আয়ওাধীন কৃষ্ণ পুর এলাকার বাসিন্দা কিরণ পাল এর বাড়ির পুকুর থেকে উদ্ধার হয় বিশালাকৃতির গুইল সাপ।এই প্রজাতির সাপ কে গ্রামীন এলাকায় আবার তিল কৈ সাপ নামে পরিচিত।কিরণ বাবুর বাড়িতে দীর্ঘদিন থেকেই হাসের খামারে এর উপদ্রব তত্যাচার সহ্য করে আসছিলো কিন্ত সাপটিকে সনাক্ত করতে পারছিলো না।অন্যান্য দিনের মতো আজ ও হাসের চিৎকার চেচামেচিতে বাড়ির লোকজনদের সন্দেহ হলে,শুরু হয় তল্লাশি।পরিশেষে বিশালাকার সাপটিকে দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু হলে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন।পরিশেষে খবর পেয়ে ঐ বাড়িতে ছুটে আসে পানিসাগর জলাবাসা স্থিত জুরি আর,এফ ফরেস্ট বিট অফিসের কর্মীরা।তবে ফরেস্ট দপ্তরের কর্মীরা এলেও এটিকে উদ্ধার করতে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় স্থানীয় এলাকার এক শিক্ষক সন্দিপ মালাকার।পরিশেষে কদমতলা থেকে ছুটে আসে স্নেক্স সেভার কাজল নাথ।জলাবাসা ফরেস্ট দপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফরেস্টার রাম কুমার সিনহা সহ অন্যান্যরা।ফরেস্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে,বিরল প্রজাতির গুইল সাপটির ওজন আট কিলো গ্রাম।সেটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় পানিসাগর মহকুমার রৌয়া অভয়ারণ্যে।অভয়ারণ্যের জলাশয়ে এটিকে ছেড়ে দেওয়া হয়।জনবহুল এলাকায় বিরল প্রজাতির গুইল সাপ উদ্ধার হওয়াতে গোটা এলাকা জোরে কৌতুহল বিরাজ করছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ