35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

দিওয়ালি উৎসব উপলক্ষে সচেতনতা মুলক প্রদর্শনী শিবির

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ৯ নভেম্বর || পানির জন্য নারী,নারীদের জন্য পানি এই শ্লোগানকে পাথেয় করে নয়ই নভেম্বর সকাল দশ ঘটিকায় পানিসাগর নগর পঞ্চায়েত এর উদ্যোগে স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে পানিসাগর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে অনুষ্ঠিত হয় জল দিওয়ালি উৎসব উপলক্ষে সচেতনতা মুলক প্রদর্শনী শিবির।এতে উপস্থিত ছিলেন পানিসাগর ডি,ডব্লিও,এস দপ্তরের এস,ডি,ও স্বপন কুমার দেব্বর্মা।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের সি,টি,মিশন ম্যানেজার রুপক দেব নাথ সহ নগর পঞ্চায়েতের অন্যান্য কর্মী বৃন্দরা।সচেতনতা মুলক শিবিরে অংশগ্রহণ করেন পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার তেরোটি ওয়ার্ডের পাঁচ টি স্বসহায়ক দলের মোট এিশ জন মহিলারা।এরা হলেন সবুজ SHG,সোনালী SHG,শিবম SHG,প্রগতি SHG এবং একতা SHG.এই উপলক্ষে আজ পানিসাগর এিশ ম্যাগা গ্যালন ক্ষমতা সম্পন্ন জল পরিশোধনাগারে নিয়ে গিয়ে জুরি নদী থেকে আনা জলকে কি ভাবে পরিশোধন করা হয় তার উপর প্রশিক্ষন প্রত্যক্ষ করানো হয়।পাশাপাশি জল অপচয় রোধে মহিলাদের এগিয়ে এসে অগ্রনী ভূমিকা পালন করার আহবান জানানো হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ