29 C
Agartala
Wednesday, May 29, 2024
- Advertisemet -spot_img

মৎস্য চাষের উপর গুরুত্বপূর্ণ আলোচনা

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ৯ নভেম্বর || নয়ই নভেম্বর দুপুর বারো ঘটিকায় পানিসাগর মৎস্য তত্বাবদায়কের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রতি ঘরে সুশাসন এর অঙ্গ হিসেবে পানিসাগর ব্লক এলাকার মৎস্য চাষিদের নিয়ে উন্নত প্রথায় মৎস্য চাষের উপর গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও তৎসঙ্গে ফিসিং নেট এবং আইস বক্স প্রদান অনুষ্টান।এতে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেব নাথ,পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষিকান্ত দাস,পানিসাগর মৎস্য দপ্তরের তত্বাবদায়ক অঙ্কনা দে সহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মী বৃন্ধরা।মঞ্চে উপবিষ্ট অথিতিরা একে একে মৎস্য দপ্তরের উদ্দ্যোগে উন্নত প্রথায় মাছ চাষের উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।পাশাপাশি বর্তমান আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে উন্নত প্রথায় উন্নত প্রজাতির মৎস্য চাষে এগিয়ে এসে গোটা মহকুমার সকল স্থরের মৎস্য চাষিদের সুবিধা গ্রহন করে নিজেদের পরিবারকে আত্ম নির্ভরশীল করে তুলতে এগিয়ে আসার আহবান জানান উপবিষ্টম অথিতিরা।পাশাপাশি পানিসাগর ব্লক এলাকার অন্তর্গত আটারো জন মৎস্য চাষিদের PNMSY স্কিমে ২০২৩/২৪ অর্থ বর্ষে ফিসিং নেট এবং দশ জন মৎস্য চাষিদের আইস বক্স প্রদান করা হয়।পাশাপাশি পানিসাগর মহকুমার অন্তর্গত পেকুছড়া গ্রামের এক মৎস্য চাষিকে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মৎস্য বিক্রি করার জন্য বাইক ক্রয়ে আইস বক্স সহ সর্বমোট ৭৫ হাজার টাকা সহায়তা করা হয়।পানিসাগর ব্লক এলাকার মৎস্য চাষিরা মৎস্য উৎপাদনে সফলতার কারনে এই ধরনের সহায়তা পেয়ে পানিসাগর মৎস্য দপ্তরকে অভিবাদন জানিয়েছেন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ