28 C
Agartala
Sunday, December 3, 2023
- Advertisemet -spot_img

অবহেলিত বিভিন্ন দেব দেবীর মূর্তি গুলো উদ্ধার করে পানিসাগর দশমী ঘাটে বিসর্জন

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ৯ নভেম্বর || সকাল আট ঘটিকায় পানিসাগর নগর পঞ্চায়েত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা অবহেলিত বিভিন্ন দেব দেবীর মূর্তি গুলো উদ্ধার করে পানিসাগর দশমী ঘাটে বিসর্জন পর্ব সম্পন্ন করেন উওর জেলার সোশ্যাল মিডিয়ার সদস্যরা।এতে নেতৃত্ব দেন উওর জেলা সোশ্যাল মিডিয়া ইনচার্জ অনন্ত দাস।এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলার অরুপ পাল,পানিসাগর এলাকার বিশিষ্ট সমাজ সেবি বিমোহীত নাথ।তৎ সঙ্গে উপস্থিত ছিলেন উওর জেলার সোশ্যাল মিডিয়ার সদস্য বৃন্ধরা।এই মর্মে আজ পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় কুড়ি পঁচিশ খানা পরিত্যক্ত মুর্তির ভগ্নাবশেষ উদ্ধার করে পানিসাগর দশমী ঘাটে এনে বিসর্জন পর্ব সম্পন্ন করা হয়।বিসর্জন পর্ব শেষে মিডিয়া ইনচার্জ জানান যে,প্রতি বৎসর প্রতিটি পূজোর প্রাক্কালে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আহুত বৈঠকে উক্ত বিষয়টি নিয়ে জানান দোওয়ার জন্য।অন্যতায় পথে ঘাটে পরিত্যক্ত জায়গায় মূর্তি গুলো অবহেলার সহিত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকাতে জনমনে বিরোপ প্রভাব সহ ধমীয় ভাবাবেগে বিরোপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ