35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

জলজ সম্মান ও সাহিত্যোৎসব ২০২৩!

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, ধর্মনগর, ২৬ নভেম্বর || ২৬ নভেম্বর ২০২৩ ইং রবিবার অনুষ্ঠিত হয় জলজ সম্মান ও সাহিত্যোৎসব -২০২৩,একদিবসীয় অনুষ্ঠানটি স্থানীয় পর্যটন- আবাস জুরি লজে অনুষ্ঠিত হয়। জলজ সম্মান কে কেন্দ্র করেই এই সাহিত্যোৎসব। এবারের সম্মান প্রাপক হলেন কবি প্রাবন্ধিক গবেষক চিত্রকর সুবক্তা শ্রী মিলনকান্তি দত্ত। ২৬ শে নভেম্বর, রবিবার বিকাল চারটেয় প্রদীপ জ্বালিয়ে সাহিত্যোৎসবের শুভ সূচনা করেন বর্ষিয়ান কবি নকুল রায়। প্রারম্বিক পর্বের সভাপতিত্ব করেন কবি ঔপন্যাসিক,প্রাবন্ধিক,নাট্য ও সঙ্গীতকার এবং ককবরক ভাষা বিশারদ শ্রী নন্দকুমার দেববর্মা,প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রাবন্ধিক ও অবসর প্রাপ্ত ভারপ্রাক্ত প্রাক্তন অধ্যক্ষ কান্চনপূর সরকারী মহাবিদ্যালয় শ্রী সুজিত চক্রবর্তী, স্মারক বক্তব্য রাখেন,কবি ও গল্পকার শ্রী সত্যজিৎ দত্ত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রৌয়া মহাবিদ্যালয় শ্রী শৌভিক বাগচী। এবছর তরুণ কবি সম্মান প্রদান করা হয় ভবানী বিশ্বাসকে । কবিতা পাঠ, অনুগল্পপাঠ, আলােচনা ও তরুনতর শিল্পীদের সঙ্গীত পরিবেশনা নিয়ে এবারের একদিবসীয় সাহিত্যোৎসব। উক্ত অনুষ্ঠানকে ঘিরে লেখক-শিল্পী -পাঠকমহলে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। ‘জলজ’ লিটল ম্যাগাজিনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সবার উপস্থিতিতে ও সহযােগিতায় ধন্যবাদ জ্ঞাপন করেন জলজ সম্পাদক সন্তোষ রায়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ