21.5 C
Agartala
Thursday, February 22, 2024
- Advertisemet -spot_img

পানিসাগর ডিগ্রি কলেজে এক দিবসিয় কর্মশালা

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ২৯ নভেম্বর || ২৯শে নভেম্বর বিকাল তিন ঘটিকায় উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রৌয়াস্থিত পানিসাগর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় মানব জাতির মর্যাদা এবং মহিলাদের অধিকার এর উপর এক দিবসিয় কর্মশালার। প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভুষন দাস। তৎসঙ্গে উপস্থিত ছিলেন সূদুর পোলান্ড থেকে আগত ওরক্লে ইউনিভার্সিটি এর ফেকাল্টি অব লো এবং এডমিনিস্ট্রেশন ও ইকোনমিকস এর প্রফেসর ডঃখ্রীষ্টিয়ান কমপ্লেক। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল অব লো,পন্ডিচেরি ইউনিভার্সিটি এর এসিস্ট্যান্ট প্রফেসর ডঃশান্তনু পাল । পানিসাগর ডিগ্রি কলেজের প্রফেসর ডঃ সৌভিক বাগচি। পানিসাগর ডিগ্রি কলেজের এইচ,ও,ডি পলিটিক্যাল সায়েন্স শশাঙ্ক ঘোষ সহ পানিসাগর কলেজের অন্যান্য প্রফেসর সহ আধিকারিক বৃন্ধরা।বিধায়ক সহ মঞ্চে উপবিষ্ট অথিতিরা একে একে মানব জাতির মর্যাদা এবং মহিলাদের অধিকার নিয়ে আইনি সচেতনতা মূলক বিস্তারিত আলোচনা রাখেন।কলেজের ছাএ ছাএিদের প্রতি উদ্দেশ্য করে প্রফেসর ডঃখ্রীষ্টিয়ান কমপ্লেক এর বিষয় ভিওিক আলোচনা ছিলো প্রশংসনীয়। ব্যাতিক্রমী একদিবসীয় সেমিনার কে ঘিরে পানিসাগর ডিগ্রি কলেজের ছাএ ছাএিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ