35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

প্রতিঘরে সুশাসন কর্মসূচি উপলক্ষে দুই দিবসিয় প্রশাসনিক শিবিরের শুচনা

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ২৯ নভেম্বর || সকাল দশ ঘটিকা থেকে বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত পানিসাগর মহকুমার অন্তর্গত অগ্নিপাশা বালকমনি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প যাএা এবং প্রতিঘরে সুশাসন কর্মসূচি উপলক্ষে দুই দিবসিয় প্রশাসনিক শিবিরের শুচনানুষ্টান। উক্ত ফিল্ড ক্যাম্প এবং বিকাশ মিটিং টি অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমার অগ্নিপাশা গ্রাম পঞ্চায়েত,দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েত এবং চন্দ্র হালাম পাড়া ভিলেজ কাউন্সিল এর জনগনদের উদ্দেশ্যে।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন পানিসাগর বিধান সভার বিধায়ক বিনয় ভূষন দাস।তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা শাসক সুভাষ আচার্যী,পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দও,অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক জয় মানিক বংশি,পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষিকান্ত দাস,জেলা পরিষদ সদস্যা মৌসুমি দেব নাথ,অগ্নিপাশা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্পা দাস,বিশিষ্ট সমাজ সেবি ধনঞ্জয় দাস সহ অন্যান্য আধিকারিক সহ বিশিষ্ট জনেরা। গ্রামীন এলাকার সাধারন জনগনের সার্থে প্রশাসনিক সহায়তার হাত বাড়িয়ে দেয় শ্রম দপ্তর,পুর্ত দপ্তর,পানিসাগর মহকুমা প্রসাশন,স্বাস্থ্য দপ্তর,ওয়াটার রিসোর্স,মৎস্য দপ্তর,বন দপ্তর,পানিসাগর ব্লক,যুব বিষয়ক ক্রিড়া দপ্তর,প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সহ অন্যান্য জরুরি দপ্তর গুলো।উক্ত প্রশাসনিক শিবিরে তিনটি এলাকার প্রায় তিন শতাধিক সুবিধা ভোগীরা সহায়তা গ্রহন করেন।পানিসাাগর মহকুমা প্রশাসন কতৃক উক্ত সুশাসন কর্মসূচি কে ঘিরে অগ্নিপাশস সহ অপর দুটি এলাকায় সাধারণ জনগনের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ