31 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

ভালোবাসার কঠোর শাস্তি ত্রিপুরায়!পিঠে ব্লেডের আঘাত করে লবণ,লঙ্কাগুঁড়ো ঢেলে অত্যাচার।

ভালোবাসার অপরাধে এক যুবককে প্রকাশ্য রাস্তার পাশে বেঁধে পিঠে ব্লেড দিয়ে কেটে লবণ,লঙ্কাগুঁড়ো লাগিয়ে দিল একদল নর পিশাচ। চূড়ান্ত অমানবিক এই ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে । বেধড়ক পিটু‌নি সহ ক্ষত‌বিক্ষত শ‌রীরে লবন, লঙ্কাগুঁড়ো লাগা‌নোর ফলে গুরুতর আহত যুবক বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। আহত যুবকের নাম সাগর শুক্ল বৈদ্য।জঘন্য এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিষয়টি চাপা দিতে নেমেছে ধর্মনগর পুলিশ ‌ এবং স্থানীয় শাসকদলের একাংশ। তবে এই ঘটনার ভিডিও দেখার পর শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক মহলে নিন্দা এবং প্রতিবাদের ঝড় উ‌ঠে‌ছে। ঘটনার বিবরণ জানা গে‌ছে ধর্মনগ‌রের নয়াপাড়া‌স্থিত শ্রীরাম সরণীর ভাড়া‌টে বা‌ড়ি‌তে বসবাস করে সাগর শুক্ল‌ বৈদ্য । তার সা‌থে স্থানীয় মনসা বাড়ীর এক যুবতীর ভালোবাসার সম্পর্ক হয়ে ছিল। এ‌নি‌য়ে কিছুদিন আ‌গে সাগরের সা‌থে রতন নামে তার প্রেমিকার এক নিকট আত্মীয়ের মার‌পিট হয় । বিষয়‌টি তাৎক্ষ‌নিক ভা‌বে মিটমাট হ‌য়ে গে‌লেও সেই ঘটনার জে‌র ধরেই বৃহস্পতিবারপাশবীকতার নজির দেখল ত্রিপুরাবাসী। বৃহস্প‌তিবার সকাল সাড়ে এগা‌রোটায় রতন ,কৌশিক, অভি সহ আরও কিছু যুবক মি‌লে সাগর‌কে ধর্মনগর শহ‌রের প্রাণ কেন্দ্র হিসা‌বে প‌রি‌চিত বিবিআই স্টেডিয়াম গ্যালারিতে একা পে‌য়ে আটক করে। তাকে প্রথমে প্রচন্ড মারধর করা হয়।পরে হামলাকা‌রিরা সাগর‌কে খুঁটির সঙ্গে বেঁধে তার পিঠ পেট ব্লেড দিয়ে কেটে দেয় বলে অভিযোগ। পরে সেই ক্ষতবিক্ষত পিঠে লবণ, লঙ্কাগুঁড়ো ঢেলে ঘ‌ষে দেয়। সাগর চিৎকার করে আর্তনাদ করলেও তাকে রেহাই দেওয়া হয়নি। সাগরের চিৎকারে আশেপাশের লোকজন উপ‌স্থিত হ‌লে আক্রমনকা‌রিরা মোবাইল চোর বলে গণ পিটু‌নি দি‌চ্ছে ব‌লে হামলাকারীরা পাল্টা সুর দেয় ।প‌রে পু‌লিশ এ‌সে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত সাগরকে উদ্ধার ক‌রে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা সদর হাসপাতালে ভ‌র্তি ক‌রে। এই কা‌ন্ডে গুরতর আহত সাগর ঘটনার জন্য নি‌জের প্রেমিকার পরিবা‌রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। এ‌দি‌কে দিন দুপু‌রে ধর্মনগর শহরে এ‌হেন অমানবিক নির্যাতনের ঘটনারর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনায় নিন্দার ঝড় উ‌ঠে‌ছে সর্বত্র। দোষীদের নর পিশাচ হিসেবে আখ্যায়িত করে তাদের কঠোর শাস্তির দাবি উঠেছে। কিন্তু রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি বলে জানা গেছ।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ