26.7 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

পানিসাগর মহকুমা জুড়ে মেগা ট্র্যাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পিং

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ১৯ জানুয়ারি||বিকেল চার ঘটিকায় সড়ক সুরক্ষা জীবন রক্ষা এই শ্লোগান কে পাথেয় করে রাজ্য ট্রাফিক কন্ট্রোল এর উদ্যোগে পানিসাগর মহকুমা জোরে অনুষ্ঠিত হয় মেগা ট্রাফিক এওয়ারনেস ক্যাম্পিং ২০২৪।মুলত যাএি সুরক্ষার বিষয়টি চিন্তা করে রাজ্য জোরে মোট দশটি সতর্কতা মুলক বিষয়ের উপর সচেতনতার উদ্যোগ গ্রহন করা হয়।এই মর্মে আজ পানিসাগর বাজার, চামটিলা ট্রাফিক পয়েন্ট এবং দেওছড়া বাজার প্রাঙ্গনে অনুষ্টিত হয় উক্ত মেগা ট্রাফিক এওয়ারনেস ক্যাম্পিং।এতে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব্বর্মা।পানিসাগর আরক্ষা প্রশাসনের ও,সি আশিষ সরকার সহ অন্যান্য পুলিশ কর্মী বৃন্দরা।উপস্থিত আধিকারিকেরা যান বাহন চালক দের উদ্দেশ্যে অতিরিক্ত গতিতে যান বাহন চালানো,হেলমেট বিহিন ড্রাইভিং,নেশাশক্ত অবস্থায় ড্রাইভিং,যানবাহন চালানোর সময় মোবাই ব্যাবহার,বিপজ্জনক ভাবে যান বাহন চালানোর থেকে বিরত থাকতে পরামর্শ প্রদান করেন।পাশাপাশি নাবালক সন্তানদের গাড়ি কিংবা মোটর সাইকেল দেওয়া থেকে বিরত থাকতে আহবান জানান।অন্যতায় ট্রাফিক বিধি লঙ্ঘনের বিরুদ্ধে যান চালক দের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স স্থগিত বা প্রত্যাহার,জরিমানা সহ মামলা রুজু করা হবে।গাড়ি চালানোর ক্ষেএে সিট ব্যাল্ট এবং বাইক স্কুটি চালানোর ক্ষেএে দুজনকেই হেল মেট পরিদান সহ কচিকাঁচা শিশুদের নিরাপওায় হেলমেট ব্যাবহারের উপর গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন উপস্থিত আধিকারিকেরা।পানিসাগর আরক্ষা প্রশাসন কতৃক যান সন্ত্রাস রুখতে এই ধরনের সচেতনামুলক মেগা ক্যাম্পিং বাস্তবায়নে গোটা মহকুমা জোরে যান বাহন চালকদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ