35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

পানিসাগরে একদিনের তিনটি চুরি কান্ড,পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন?

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ১৯ জানুয়ারি||বিগত ১৭ই জানুয়ারি রাএিতে পানিসাগর স্থিত রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে চুরি কান্ডের ঘটনা।ঘটনার বিবরণে জানা যায় যে,ঐ এলাকায় রাএিতে হানা দিয়ে চুরেরা ক্ষিরোধ দাস এর পুএ কৃতি মোহন দাস এর পোল্ট্রি ফার্মের ভেড়া কেটে ২৫ টি লেয়ার এবং দেশী মুরোগ সহ পাশ্ববর্তী বাড়ির মৃত পরিমল দাস এর স্ত্রী জয়ন্তী দাস এর বাড়ির রান্না ঘরের দরজা ভেঙে কড়াই,চেনি,হাতা সহ অন্যান্য বাসনপএ নিয়ে পালিয়ে যায়।এছাড়াও পাশ্ববর্তী বাড়ির মৃত নৃপেন্দ্র কুমার দাস এর পুএ নির্মলেন্দু দাস এর ঘর থেকে চালের বস্তা ভেবে মুরোগ দানার বস্তা নিয়ে গিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে যায়।এই নিয়ে স্থানীয় এলাকার লোকজন মিলে অনেক খোঁজা খোজি করে চোরেদের সন্ধান না পেয়ে আজ ১৯ শে জানুয়ারি দুপুর দুই টা নাগাদ পানিসাগর থানায় জি,ডি এন্ট্রি সহ ঐ এলাকায় রাএিতে নিয়মিত পুলিশ টহলের আর্জি জানিয়ে প্রতিলিপি দায়ের করেন।পানিসাগর মহকুমা জোরে প্রায় প্রতিরাতেই কোন না কোন জায়গায় একের পর এক নানা ধরনের চুরি কান্ড সংঘটিত হলেও পানিসাগর পুলিশের ভূমিকা নিস্ক্রিয়।অভিলম্বে রাএিতে নিয়মিত টহল দারির সুব্যবস্থা করে চুরেদের বিরুদ্ধে তল্লাশি অভিযান জারি রাখার দাবি জানানো হয় প্রতিনিধি দলের পক্ষ থেকে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ