35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

পানিসাগর মহকুমা ভিওিক ৪৬ তম ককবরক ভাষা দিবস উদযাপন

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ১৯ জানুয়ারি||দুপুর বারো ঘটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা ভিওিক ৪৬ তম ককবরক ভাষা দিবস উদযাপন সহ জনজাতি লোক নৃত্য প্রতিযোগিতা।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভুষন দাস।সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস।তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস,পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেব নাথ,পানিসাগর মহকুমা শাসক সুভাষ আচার্যী,পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব্বর্মা,পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দও,বিশিষ্ট ককবরক কবি সুধন্য এিপুরা,বিশিষ্ট সমাজ সেবি ধনঞ্জয় দাস,পানিসাগর তথ্য ও সংস্কৃতি দপ্তরের আই,সি,ও ইন্দ্রজিৎ সাহা সহ অন্যান্য আধিকারিকেরা।স্বাগত আলোচনা রাখেন পানিসাগর নগর পঞ্চায়েতের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার প্রদিপ কুমার সরকার।অনুষ্টানের শুরুতেই টাউনহল প্রাঙ্গন থেকে শুরু হয় একটি সুসজ্জিত রেলী।রেলীটি টাউন হল প্রাঙ্গন থেকে শুরু হয়ে পানিসাগর বাজার পরিক্রমা করে মোটর স্ট্যান্ড এর সম্মূখ পর্যন্ত গিয়ে পুনরায় টাউনহল প্রাঙ্গনে এসে সমাপ্তি করা হয়।অনুষ্টানে অংশগ্রহণ করেন পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়,পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল,পানিসাগর স্পোর্টস স্কুল,পানিসাগর হলিক্রস স্কুল এর ছাএ ছাএি সহ শিক্ষক শিক্ষিকা বৃন্ধরা।অনুষ্টানে উদ্ধোধনী সংগীত পরিবেশন করেন রাজ্যের বিশিষ্ট ককবরক সংগীত শিল্পী যশুয়া হালাম।ককবরক মাতৃভাষা বিষয়ক আলোচনা রাখেন রাজ্যের ককবরক কবি সূধন্য এিপুরা।অনুষ্টানটিকে প্রানবন্ত করে তুলতে অনুষ্টান মঞ্চে পরিবেশিত হয় জনজাতি মহিলা ও পুরুষদের পরিবেশনায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।উক্ত নৃত্য প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন পানিসাগর মহকুমার সাতটি জনজাতি সাংস্কৃতিক দল।উক্ত দিনটিকে মহকুমা ভিওিক পরিষরে উদযাপন হওয়াতে জনজাতি অংশের জনগন সহ সকল অংশের জনগনের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ