26.8 C
Agartala
Wednesday, June 19, 2024
- Advertisemet -spot_img

জলাভূমি দিবস উদযাপন রৌয়া অভয়ারণ্যে

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ২ ফেব্রুয়ারি।। পানিসাগর স্থিত রৌয়া অভয়ারণ্যে অনুষ্ঠিত হয় বিশ্ব জলাভূমি দিবস উদযাপন অনুষ্ঠান।এতে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভুষন দাস।উওর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস,উওর জেলা সমাহর্তা দেব প্রিয় বর্ধন,উওর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী,চিপ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন পি,আগরওয়াল,ডি,এফ,ও নর্থ এইচ ভিগ্নেশ,এস,ডি,এফ,ও ধর্মনগর সুব্রত সেন এবং কাঞ্চনপুর সুমন মিএ সহ অন্যান্য আধিকারিকেরা।উক্ত বিশ্ব জলাভূমি দিবস কে ঘিরে রৌয়া অভয়ারণ্যে অনুষ্ঠিত হয় রৌয়া ইন্টারপ্রিটেশন সেন্টার কাম কমিউনিটি হলের শুভ দ্ধারোধঘাটন অনুষ্ঠান।ফিতা কেটে উক্ত কমিউনিটি হলের শুভ দ্বারোদঘাটন করেন জেলা সভাধিপতি ভবতোষ দাস।দিনটিকে যতাযথ মর্যাদার সহিত উদযাপন করতে গিয়ে অনুষ্ঠিত হয় রক্ত দান কর্মসূচি।এতে অংশগ্রহন করেন উওর জেলার বন দপ্তরের কর্মী বৃন্ধরা।এছাড়াও অনুষ্ঠিত হয় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এর উপর ভিওি করে স্বচিএ প্রদর্শনী।পানিসাগর রৌয়া অভয়ারণ্য কতৃপক্ষ কতৃক এই ধরনের কর্মসূচি বাস্তবায়নকে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জোরে উৎসাহ পরিলক্ষিত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ