36 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

নলেজ ইজ দ্যা বেস্ট কোচিং সেন্টারের বর্ষ পুর্তি অনুষ্ঠান!

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ৪ ফেব্রুয়ারি।। পানিসাগর টাউনহলে অনুষ্ঠিত হয় উওর জেলার সর্ববৃহৎ কোচিং সেন্টার নলেজ ইজ দ্যা বেষ্ট কোচিং সেন্টার এর বর্ষ পুর্তি অনুষ্ঠান।তৎসঙ্গে অনুষ্ঠিত হয় বিধায় সংবর্ধনা অনুষ্ঠান।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্য তথা গোটা উওর পূর্বাঞ্চলের খ্যাতনামা কবি ও সাহিত্যিক মিলন কান্তি দও।এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সফটওয়্যার ডেভলপার জরিয়েন্ট সলিউশন প্রাইভেট লিমিটেড এর ইঞ্জিনিয়ার শ্রেয়া রায়।উওর এিপুরা পলিটেকনিক কলেজের অধ্যাপক সৌরভ রায়।পানিসাগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডঃসৌভিক বাগছি।পানিসাগর আরক্ষা প্রশাসনের এ,এস,আই অনিমেশ গোপ,কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা সহুধর মোঃফকরুল ইসলাম এবং মোঃ বদরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সহস্রাধিক অধ্যয়নরত ছাত্র ছাত্রি বৃন্দরা।উক্ত অনুষ্ঠানকে ঘিরে প্রতি বৎসরের ন্যায় এবারও দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সাতশত ছাত্র ছাত্রীদের বিধায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়।সেন্টারটিতে উওর জেলার ধর্মনগর,পানিসাগর, দামছড়া,জলাবাসা,বিলথৈ,তিলথৈ,উপ্তাখালি,পদ্মবিল এলাকা সহ আশপাশ এলাকার প্রায় পনেরোশো ছাত্র ছাত্রীরা প্রাইভেট কোচিং এ অধ্যয়ন করেন।কোচিং সেন্টারের পরিচালক দ্বয় জানান অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের থেকে আদায়কৃত অর্থের ৩৫ শতাংশ প্রতিবৎসর ছাত্র ছাত্রীদের কোচিং সামগ্রী সহ আনুষাঙ্গিক খাতে খরচ করা হয়,যা রাজ্যের অন্যান্য কোচিং সেন্টারের থেকে অভিন্ন।তাছাড়াও একশো শতাংশ পাশের নিশ্চয়তা নিয়ে পড়ানো হয়।ফেল করা ছাত্র ছাত্রীদের প্রদেয় মাসিক ফি সর্থ সাপেক্ষে ফিরিয়ে দেওয়া হয়।এবারকার বর্ষ পুর্তি অনুষ্ঠানে পরিচালকরা আগামীদিনে উওর জেলার ধর্মনগর পৃথক কোচিং সেন্টার খোলার ঘোষনা জানান।পাশাপাশি অধ্যয়নরত ছাএ ছাএিদের আরও পড়াশোনায় মনোযোগ দেবার প্রয়াস নিয়ে আগামী বর্ষ পুর্তি অনুষ্ঠানে ছাএ ছাএিদের মেধার নিরিখে সংবর্ধনার সাথে ল্যাপটপ দিয়ে পুরুস্কারের ঘোষনা দেন।পানিসাগর মহকুমায় সহুদর দুই কৃতি শিক্ষকের অনুপ্রেরণায় এই ধরনের অনুষ্ঠান কে ঘিরে শিক্ষানুরাগী ছাএ ছাএি সহ অভিবাবক মহলে আনন্দের বাতাবরণ পরিলক্ষিত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ