32 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

পানিসাগর মহকুমা ভিওিক তিন দিবসীয় মৎস্য চাষের উপর প্রশিক্ষণ শিবির

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ৬ ফেব্রুয়ারি।। দুপুর ১২ ঘটিকায় পানিসাগর মৎস্য তত্বাবদায়কের কার্যালয়ে অনুষ্ঠিত হয় মূখ্য মন্ত্রী মৎস্য বিকাশ যোজনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে পানিসাগর মহকুমা ভিওিক তিন দিবসীয় মৎস্য চাষের উপর বিশেষ প্রশিক্ষণ শিবির।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উওর এিপুরা জেলা এগ্রি স্ট্যান্ডিং কমিটি প্রেসিডেন্ট কাজল দাস।সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস।এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের ডিরেক্টর বিজয় রায়,পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্বাবদায়ক কামাল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।তিন দিবসিয় প্রশিক্ষন শিবিরে অংশগ্রহণ করেন মহকুমার প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে মোট এিশ জন মৎস্য চাষি।স্বাগত আলোচনা রাখেন মৎস্য দপ্তরের ডিরেক্টর বিজয় রায়।মঞ্চে উপস্থিত অতিথিরা একে একে তিন দিবসীয় প্রশিক্ষন শিবিরের প্রয়োজনীয়তা সহ গুরুত্ব আরোপ করেন।একজন সফলতম মৎস্য চাষি হিসেবে নিজেকে তৈরি করতে এই ধরনের প্রশিক্ষণ কে প্রধান্য দিতে পরামর্শ প্রদান করেন দপ্তরের আধিকারিকেরা।উক্ত তিন দিবসীয় প্রশিক্ষন শিবিরে মুলত উন্নত প্রথায় মৎস্য উৎপাদনের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।পাশাপাশি তিন দিবসীয় প্রশিক্ষন শিবিরে মৎস্য চাষি,মৎস্য চারা পোনা প্রস্তুত কারক,হেছারি মালিক গনকে নিয়ে অনুষ্ঠিত হবে।প্রতিদিন সকাল এগারো ঘটিকা থেকে বিকেল চার ঘটিকা পর্যন্ত চলবে প্রশিক্ষণ শিবিরটি।পানিসাগর মৎস্য দপ্তর কতৃক তিন দিবসীয় মৎস্য চাষে প্রশিক্ষন কে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জোরে মৎস্য চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ