35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

শর্ট সার্কিটে ভষ্মীভূত ট্রান্সফর্মার,অল্পেতে বাঁচলো কুড়িটি পরিবার!

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ৯ এপ্রিল।। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে ভস্মীভূত একটি ট্রান্সফর্মার।এক কথায় অল্পের জন্য বড়ো ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো প্রায় কুড়িটি পরিবার। শর্ট সার্কিটের এই ঘটনাটি ঘটে চুরাইবাড়ি থানাধীন চুরাইবাড়ি পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের এয়ারটেল টাওয়ারে।জানা গেছে, মঙ্গলবার বিকেলে হঠাৎ ঐ স্থানের টাওয়ারে বিকট আওয়াজ হয়। এতে ঐ এলাকার মানুষজন কিছু বুঝে উঠার আগেই দেখতে পান টাওয়ারের ট্রান্সফর্মারে ধাউ ধাউ করে আগুন জ্বালছে। সঙ্গে সঙ্গে কদমতলা অগ্নিনির্বাপক দফতরে খবর দেওয়া হয়। অবশ্য ততক্ষণে সম্পূর্ণ ট্রান্সফর্মারটি আগুনে ভস্মীভূত হয়ে যায়।পরে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেনি। কারণ সরু রাস্তার ফলে ঘটনাস্থলে গাড়িটি নিয়ে যাওয়া যায়নি।এদিকে এলাকাবাসীদের অভিযোগ, জনবহুল ঐ এলাকা দিয়ে টাওয়ারের জন্য এগারো হাজার ভোল্ট বিদ্যুৎ এর তার টানা হয়েছে।যেখানে জনবহুল এলাকায় অনেকটা নিরাপদ ও দফতরের বিভিন্ন পন্থা অবলম্বন করা প্রয়োজন, সেখানে বাড়িঘরের উপর দিয়ে একেবারে সাধারণ ভাবে বৈদ্যুতিক লাইন টানা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেন ভূক্তভোগী জনগণ। তারা অভিযোগ করেন যেকোন সময় ঐ লাইনে কাঠবিড়ালি ও পাখির সংযোগ ঘটলেই আগুন ধরে যায়। এতে যে কোন সময় বড়ো ধরনের দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ঐ এলাকায় এল,টি লাইনেও রয়েছে চরম সমস্যা। বাঁশের খুঁটি পুঁতে লাইনের তার আটকে রাখা হয়েছে।সেখানেও তার ছিঁড়ে বড়ো ধরনের দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সার্বিক এই সমস্যা নিরসনের জন্য ভূক্তভোগী এলাকাবাসীরা দফতরের দৃষ্টি আকর্ষণ করেন। এখন দেখার দফতর সেদিকে কতটুকু নজর দেয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ