32 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,তেলিয়ামুড়া,১০ এপ্রিল।।অফিস ডে তে ব্যাংক বন্ধ, লাগানো নোটিশ। গ্রাহকরা নিরাস হয়ে ফিরলেন ঘরে। আর মাত্র কয়েকটি দিন বাংলা নতুন বছর। আনন্দে মাতবে সকলে। ঘরের সকলের জন্য নতুন পোষাক ছাড়াও থাকবে ভাল মন্দ খাবারের আয়োজন । তাই চৈত্রের শেষে সারা বছরে বিন্দু বিন্দু করে বেংকে জামানো টাকা তুলে বাজারে কেনাকাটার ধুম। এছাড়াও বছরের শেষে বাকী দোকানের টাকাটাও মেটাতে হবে। তাই ব্যাংকে ভিড় দেখাযায় প্রচুর। কিন্তু চৈত্রের বাজারে ব্যাংকে গিয়ে দেখাগেল আজ বেংক বন্ধ।ঘটনা তেলিয়ামুড়া শহরের পাঞ্জাব ন্যাশনাল বেংক এর শাখায় ।বিবরণে জানাযায় বুধবার তেলিয়ামুড়া স্থিত পাঞ্জাব ন্যাশনাল বেংক ব্রাঞ্চ অফিসে এসে গ্রাহকরা দেখতে পায় অফিসের ফটক তালা দেওয়া। কোন কিছু অগ্রীম নোটিশ জারি করেনি কর্তৃপক্ষ বলে অভিযোগ। এদিকে দেখাগেল ব্যাংক শাখার সামনে হাতে লেখা একটা নোটিশ, যাতে লেখা রয়েছে নির্বাচনের কাজে ব্যাংক কর্মি নিযুক্ত হওয়ায় আজ ব্যাংক বন্ধ। এদিকে চৈত্র মাসের শেষে ব্যাংকে এসে ব্যাংক বন্ধ দেখে নিরাস হন গ্রাহকরা। নিরাসার পাশাপাশি ক্ষোভও ব্যাক্ত করতে শোনাযায়। এই সময়ে নির্বাচনের অযুহাতে ব্যাংক বন্ধ রাখার বিষয়টি ভাল নজরে দেখছেনা না বুদ্ধিজীবী মহল। যদিও ব্যাংক এর কোন কর্মি বা অফিসারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি আমাদের। তেলিয়ামুড়া বাকি সব ব্যাংক খোলা থাকলেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চই বন্ধ। এদিকে আগামীকাল ঈদের জন্য ব্যাংক বন্ধ হতে পারে বলে জানা যায়। বিপাকে এখন বৃদ্ধ থেকে শুরু করে কৃষক ও সাধারণ গ্রাহকরা।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ