35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

পানিসাগরের জয়শ্রী হোটেল থেকে উদ্ধার বিলিতি মদ!

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ৭ মে।। রাজ্যে নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনী প্রটোকল জারি থাকা সত্তেও নেশা বানিজ্য চলছে অবাধ এবং রমরমিয়ে।এর থেকে কোন অংশেই পিছিয়ে নেই পানিসাগর মহকুমা।পানিসাগর মহকুমার সর্বএ জোরে নেশা জাতীয় দ্রব্যের রমরমা।তবে পুলিশ বাবুরাও থেমে নেই।পুলিশি দরপাকর অব্যাহত প্রতিনিয়ত।এরই এক প্রতিচ্ছবি পরিলক্ষিত হয় আজ সাতই মে দুপুর দুই টা নাগাদ পানিসাগর বাজারে।ঘটনার বিবরণে জানা যায় যে,নেশা বিরোধী অভিযানে নেমে পানিসাগর বাজার স্থিত জয়শ্রী হোটেলে হানা দিয়ে প্রায় কুড়ি হাজার টাকার বিভিন্ন প্রজাতির বিলিতি মদ বাজেয়াপ্ত করে।সাথে গ্রেফতার করা হয় হোটেল মালিক সুজিত রায় কে।অভিযোগ রয়েছে পানিসাগর থানার নাকে ডগায় জয়শ্রী হোটেলে বিলেতি মদের রমরমা কারবার চলছে দীর্ঘদিন থেকে।কিছুটা দেরিতে হলেও অভিযোগের ভিওিতে গোপন খবরের সুএ ধরে পানিসাগর থানার পুলিশ হোটেলের বিভিন্ন গোপন স্থান থেকে বিভিন্ন প্রজাতির বিলিতি মদ সহ বিয়ার বাজেয়াপ্ত করে।পানিসাগর পুলিশ কতৃক এই ধরনের নেশা বিরোধী অভিযানের সাফল্যে গোটা পানিসাগর মহকুমা জোরে সস্তির নিশ্বাস পরিলক্ষিত হচ্ছে।পাশাপাশি এই ধরনের নেশা বিরোধী অভিযান জারি রেখে মহকুমা বাসীর শান্তি সম্প্রতি ও শান্তির বাতাবরনকে অক্ষুন্ন রাখার জোরালো আবেদন জানানো হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ