35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

চুরির চার দিনের মাথায় অসম থেকে উদ্ধার বাইক

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ৭ মে।। বাইক চুরির চার দিনের মাথায় চুরি যাওয়া বাইক উদ্ধার করে নজীর সৃষ্টি করলো পানিসাগর থানার পুলিশ।ঘটনার বিবরণে জানা যায় যে,বিগত চার ই মে সন্ধ্যা নাগাদ পানিসাগর থানাধীন নোয়াগাঙ বাজার থেকে টি,আর,০৫ বি,৮৯৮৮ নম্বরের একটি পালসার ১৫০ সি,সি বাইক চুরি কান্ডের ঘটনা ঘটে।ঘটনার পর পর বাইক মালিক ফকর উদ্দিন আশপাশ এলাকার খোঁজা খোঁজি করে না পেয়ে রাএিতেই পানিসাগর থানার মিসিং ডায়েরি করে।বাইক চুরি কান্ডের অভিযোগ মুলে পানিসাগর থানার পুলিশ রাজ্যের প্রতিটি থানা সহ পাশ্ববর্তী রাজ্য আসাম পুলিশ কেও অবগত করে।এরই মধ্যে গোপন সুএ মারফত খবর পেয়ে পাথার কান্দি থানার পুলিশের সহায়তায় পাথারকান্দি এবং বাংলাদেশ বর্ডার সংলগ্ন জঙ্গল থেকে বাইকটিকে উদ্ধার করে নিয়ে আসে পাথারকান্দি থানায়।আজ সকালে পানিসাগর থানার ও,সি এর নেতৃত্বে পুলিশ অফিসার রাজিব অধিকারি সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে পাথার কান্দি থেকে চুরি হওয়া বাইক টি নিয়ে আসাহয় পানিসাগর থানাতে।পরবর্তীতে বিকেল তিনটে নাগাদ আইনি প্রক্রিয়া শেরে উদ্ধার হওয়া বাইকটি তুলে দেওয়া হয় বাইক মালিকের হাতে।বিগত দিন গুলোতে পানিসাগর থানা এলাকা থেকে কুরি পঁচিশ টি বাইক চুরি হলেও,একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করতে পারেনি পানিসাগর থানার পুলিশ।ইদানীং কালে নবাগত ও,সি এর নেতৃত্বে বাইক চুরি কান্ডের চার দিনের মাথায় বাইকটি উদ্ধার কে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জোরে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস পরিলক্ষিত হচ্ছে।এই নিয়ে উদ্ধার হওয়া বাইক মালিক চুরি হওয়া বাইকটি ফিরে পেয়ে পানিসাগর থানার ও,সি সহ পুলিশ কর্মীদের সাধুবাদ জানিয়েছেন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ