32 C
Agartala
Sunday, October 1, 2023
- Advertisemet -spot_img

তিন কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার রাতে কুমারঘাট কুমারঘাট থানাদিন কুমারঘাট রেলস্টেশন এলাকায় একটি বাড়িতে গোপন সংবাদেরভিত্তিতে কুমারঘাট মহকমা পুলিশ অধিকারীক গমনঞ্জয় রিয়াং ও কুমারঘাট থানার ওসি পার্থ মুন্ডা থানার অন্যান্য পুলিশ ওTSR বাহিনীর যৌথ প্রয়াসের এক অভিযান চালিয়ে গাজা ব্যবসায়ী সহ উনার কাছ থাকে তিন কেজি শুকনো কাজ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ জানা গেছে, গাজা ব্যবসায়ী নাম শুভরাই দেববর্মা বাড়ি গোয়াই থানাধীন পুরাতন বাড়ি এলাকায় সংবাদের প্রাপ্ত খবরেজানা যায় ওই গাজা ব্যবসায়ী কুমারঘাটে এসে গাঁজা পাচার করার সময় পুলিশের হাতে হাতে ধরা পড়ে পুলিশের হাতে তৎকানিক মাল সহ ব্যবসায়ীকে আটক করে কুমারঘাট থানায় ধরে নিয়ে যায় পুলিশ শেষেজিজ্ঞাসাবাদ উনার বিরুদ্ধে একটি NDPS ধারায় মামলা গ্রহণ করে পুলিশ, এবং আজ রবিবার কৈলাসহর জেলা কোর্টে সুপথ করা হবে ওই গা জা ব্যবসায়ীকে বলে জানান কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ