28 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

ব্রাউন সুগার সহ আটক দুই নেশাকারবারী

নিজস্ব প্রতিনিধি: ব্রাউন সুগার সহ আটক দুই নেশাকারবারী। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন মোটরস্ট্যান্ড এলাকায়। আটককৃত ২ নেশা কারবারীর নাম কানু শীল পিতার নাম সুশীল শীল বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন রামকৃষ্ণ পল্লী এলাকায়। অপর যুবকের নাম হুমায়ুন কবীর পিতার নাম তারা মিয়াবাড়ি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চিকনছড়া এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকাল বেলা বিশ্রামগঞ্জ বাজারে কানুশীলের সেলুন দোকানে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে পুলিশ কানু শীলের দোকান থেকে ব্রাউন সুগার ভর্তি অনেকগুলো কোটা উদ্ধার করে। বিশ্রামগঞ্জ পুলিশ টি এস আর এবং এলাকাবাসী উপস্থিতিতে পুলিশ সেলুন দোকান মালিকানুশিলকে ব্রাউন সুগার কোটা সহ বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে। তাকে জেরা করে পুলিশ আরেকজনের নাম উদ্ধার করে তার নাম হুমায়ুন কবীর। পুলিশ হুমায়ুনের নাম জানতে পেরে অভিযানে বের হয়।অভিযানে বের হয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ড এলাকা থেকে টি আর ০৭ ১৯০৫ নম্বরের বোলেরো গাড়ি সহ হুমায়ুন কবীর কে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে। দুইজনের কাছ থেকে পুলিশ ব্রাউন সুগার ভর্তি ৭৮ টি কোটা উদ্ধার করে।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি যতীন্দ্র দাস। এবং এই দুই যুবককে যারা করে পুলিশ জানতে পারে বিশালগড় অফিসটিলা হসপিটাল সংলগ্ন একটি দোকান থেকে নাকি ব্রাউন সুগার হিরোইন সমস্ত কোটা বিক্রি হয়।। এই দুই যুবককে সঙ্গে করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ রবিবার বেলা সাড়ে বারোটায় বিশালগড়ের দিকে রওনা দে সেই দোকান নিয়ে তল্লাশি চালাবার জন্য

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ