28 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

খোয়াইয়ে বামেদের সাড়া জাগানো মিছিল

খোয়াই: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পানীয় জল, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ পরিষেবার মানোন্নয়ন ও সন্ত্রাস বন্ধের দাবীতে মিছিল খোয়াইয়ে পহরমুরায়; সাড়া পড়লো চুয়ান্ন মাসের অবরুদ্ধ জনপদে। লাগামছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পানীয় জল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ পরিষেবার মানোন্নয়ন সহ রাজ্যজুড়ে রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবীতে রবিবার খোয়াই শহরের জাম্বুরা অঞ্চলের বিভিন্ন জনপদ প্রকম্পিত হলো ঝড়ো মিছিলের দাপটে।পাঁচ দফা দাবীর ভিত্তিতে এদিন খোয়াই জেলা শহরের জাম্বুরা অঞ্চলের জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের এলাকায় মিছিলের কর্মসূচী হাতে নেয় সি পি আই এমর মহকুমা কমিটি। প্রথমে কয়েকশত ছাত্র যুবক নারী পুরুষ এদিন সকাল দশটা থেকেই জড়ো হন জাম্বুরা স্কুলের সামনে।বেলা বারোটা নাগাদ গনগনে রোদ মাথায় নিয়ে এখান থেকেই শুরু হয় শ্লোগান সোচ্চার গর্জমান মিছিল। পার্টির রাজ্য কমিটির সদস্য নির্মল বিশ্বাস, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আলয় রায় ও পলাশ ভৌমিক সহ মহকুমা কমিটির সদস্যদের পুরোভাগে রেখে শুরু হয়ে মিছিল।জাম্বুরা স্কুলের সামনে থেকে মিছিল বের হয়ে জব্বরটিলা বাজার, জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের এলাকার বিভিন্ন জনপদ পরিক্রমা করে, পুনরায় আবার জাম্বুরা স্কুলের সামনে এসে মিছিল সমাপ্ত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ