28 C
Agartala
Sunday, December 3, 2023
- Advertisemet -spot_img

বিবেকানন্দ বিদ্যাপীঠ অল্যামনি এসোসিয়েশনের রক্তদান শিবির

উদয়পুর :

রক্তদান জীবন দান এ কথা কে সামনে রেখে উদয়পুরে প্রাচীন বিদ্যালয় তথা বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রাক্তনীদের উদ্যোগে এবং গোমতী পুলিশের সহযোগিতায় রবিবার দুপুরে উদয়পুর রাজর্ষীতে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই মেগা রক্তদান শিবিরের প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন গোমতী জেলার জেলা পুলিশ সুপার শাশ্বত কুমার, এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র তনয়দ্বীপ রায়,রাজর্ষী দও, গোমতী জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের ইনচার্জ সহ গোমতী পুলিশের কর্মীরা সহ বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।এদিন গোমতী পুলিশের কর্মী সহ বিদ্যালয়ের ছাএছাএীরা প্রায় ৭০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। বক্তব্য রাখতে গিয়ে জেলার পুলিশ সুপার বলেন রক্তদান করা একটি মহান কাজ, তাই রক্তদানে সকল অংশের লোকজনকে এগিয়ে আসার জন্য আহবান করেন। পাশাপাশি রক্ত দানের মতো মহৎ কাজে যে সমস্ত সামাজিক সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠান উদ্যোগ নিবেন তাদের কে সমস্ত রকমের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া হবে জেলা পুলিশ প্রশাসন থেকে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ