28.3 C
Agartala
Saturday, April 13, 2024
- Advertisemet -spot_img

গত ১ বছরে সর্বোচ্চ বেকারত্ব! দায়ী কে?

নয়াদিল্লি : ফের দুঃসংবাদ ! গত ১ বছরের সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছেছে দেশের বেকারত্বের হার। পরিসংখ্যান রীতিমতো চমকে ওঠাপ মতো। ২০২২ সালের চলতি মাসে বেকারত্বের হার ৮.৩ শতাংশে পৌঁছেছে।

জানা গিয়েছে, দেশে কর্মসংস্থান কমতে কমতে ৩৯.৪৬ কোটিতে দাঁড়িয়েছে। প্রায় ২০ লক্ষ কমে গিয়েছে এই দেশে নিয়োগ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি( CMIE) এই তথ্য প্রকাশ করেছে।
অর্থনীতিবিদের ট্যুইট।
অর্থনীতিবিদ কৌশিক বসু ট্যুইট করে জানিয়েছেন, ‘ভারতের বেকারত্বের হার গত ১ বছরে সর্বোচ্চ। গত মাসে ভারতে বেকারত্বের হার ছিল ৮.৩ শতাংশ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্যই একথা বলছে। ‘মুদ্রাস্ফীতির হার যখন এমনিতেই উঁচু, তখন বেকারত্ব বাড়ায় কষ্ট আরও বাড়ছে। আমাদের সমস্ত নীতির অভিমুক এই দিকেই হওয়া উচিত’।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ