24.5 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

কোন মাদ্রাসায় ভারত বিরোধী কার্যকলাপ হলেই গুড়িয়ে দেব, হুংকার আসাম মুখ‍্যমন্ত্রীর

সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধি: জঙ্গি যোগের অভিযোগে সম্প্রতি আসামরাজ‍্যে গুড়িয়ে  দেওয়া হয়েছে  একটি মাদ্রাসা। এ কান্ডে বিতর্কের রেশ না কাটতেই আবার ও হুংকার দিলেন আসাম সরকারের মুখ‍্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। তাঁর স্পট  বার্তা, কোনও মাদ্রাসায় ভারত বিরোধী কাজ হলে সেদিকে গুঁড়িয়ে দেওয়া হবে  বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হিমন্ত বলেন, মাদ্রাসা গুলিকে ধবংস  করা কখনওই আমাদের সরকারের উদ্দেশ‍্যে নয়। তবে সেখানে যাতে জেহাদি কার্যকলাপ না হয় সেদিকের আমরা নজর রাখছি। তবে, আমরা যদি নির্দিষ্টভাবে তথ‍্য পাই যে মাদ্রাসার আড়ালে কোনও  ভারত বিরােধী কার্যলাপ হচ্ছে,  সে ক্ষেত্রে সেগুলিকে ভেঙে ফেলা হবে।উল্লেখ্য, কিছুদিন আগে আসামে বাংলাদেশি জঙ্গি ঢুকেছে বলে উদ্বেগ প্রকাশ করেন মুখ‍্যমন্ত্রী হিমন্ত। এরপর থেকে ব‍্যাপক ধরপাড়ক শুরু হয়েছে  রাজ‍্যে। এখন ও অবধি ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ‍্যে অনেকেই মাদ্রাসার ইমাম ও শিক্ষক।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ