28 C
Agartala
Friday, May 31, 2024
- Advertisemet -spot_img

উত্তপ্ত খয়েরপুর, সিপিআইএমের মিছিলে হামলা

শ্যামলী ত্রিপুরা, খয়েরপুর প্রতিনিধি: বিধানসভার দিনক্ষণ যত এগোচ্ছে ততটাই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতির পারদ। আর তাতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক হামলা-হুজ্জতির ঘটনাও। দিনকে দিন যেন সেটা বাড়ছেই। খয়েরপুরে ফের একবার আক্রমণের শিকার সিপিআইএম কর্মী সমর্থকরা।

খবরে জানা গেছে, মানুষের জ্বলন্ত সমস্যা সমাধানের স্লোগানকে সামনে রেখে জিরানীয়া মহকুমা কমিটির আহ্বানে খয়েরপুরে লালঝাণ্ডার মিছিল সংগঠিত হওয়ার কথা মঙ্গলবার। এবং তা শুরু হয়ও।

মিছিল শুরু হওয়ার পর কিছু বাদেই, খয়েরপুরে লালঝান্ডার সমাবেশ ঘেরাও করে আক্রমণের চেষ্টা করে কয়েকদল দুষ্কৃতি। পরিস্থিতি রূপ নেয় ভয়ংকর। ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশ।

এই ঘটনায় অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের দকেই।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ