26 C
Agartala
Tuesday, June 18, 2024
- Advertisemet -spot_img

আগরতলাতে পেট্রোপণ্যের দর কত? দেখুন আজকের দর

শ্যামলী ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি, দিগন্ত দাস: পুজো এসে হাজির দরজায়। একটা সময় ছিল যখন হেঁটে হেঁটে পূজো দেখার আনন্দে মাতর ছিল বাঙালি। হেঁটে হঁটে পুজো দেখায় মেতে উঠত আট থেকে আশি। কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে সবকিছুই। এখন হেঁটে দেখে পুজো দেখার সংখ্যাটা অনেকটাই কমে গেছে। এখন জুতো কিনলেও পায়ে ফোটসা হয় এমন সংখ্যাটাও কম। কারণটা সবাই এখন গাড়ি করে মন্ডপের সামনে চলে যায়। ব্যাস আরকি নিজের মেকওভারের সাথে গাড়ির মেকওভারও করিয়ে নিন। স্যাম্পু আর জল নিয়ে হাজির। গ্রাফিক্স করিয়েও প্রস্তুত থাকুন। কিন্তু পেট্রোপণ্যের কী খবর? কী আপডেট আপনার গাড়ির সেই তরলের? পুজোর আগে দেখে নিন আপনার এলাআর পেট্রোপণ্যের দর কত?

আজ আগরতলাতে পেট্রোলের দর লিটার প্রতি ৯৯.৪৯ টাকা, ডিজেলের দর প্রতি লিটার ৮৮.৪৪ টাকা।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ