35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

দুই হাজারের ভাতার প্রচারে বিজেপি

শ্যামলী ত্রিপুরা- কদমতলা প্রতিনিধি: দুই হাজার টাকা সামাজিক ভাতা৷ গ্রামে প্রচার শুরু করে দিলে বিজেপির মহিলা সংগঠন। ২৩ বিধানসভা ভোটের কঠিন লড়াই বিরুধি জোট ঐক্যবব্দ হচ্ছে। ভোট বৈতরণী পার হতেই জনসম্পক তৈরীতে মাঠে বিজেপি। চাওয়া পাওয়ার হিসেব কষছেন ভোটাররা। তবে আগে থেকেই ময়দানে নেমে প্রচার শুরু করে এগিয়ে থাকতে চাইছে বিজেপি। কদমতলা কুর্তি বিধানসভার বিভিন্ন এলাকায় মহিলা মোর্চার কার্য কর্তারা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন। আগামী ২৭ তারিখ কদমতলায় আসছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। কয়েকটি উন্নয়ন কল্পের উদ্বোধন শেষে কদমতলা মাঠের জনসভা থেকে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী সেটাই এখন দেখার। তবে কদমতলায় ডিগ্রি কলেজ, বিএড কলেজ, আগর হাঠ কোন কিছুই এখনো হয়নি। বিজেপি জোট সরকারের আমলে বড় কদমতলার বড় প্রতিশ্রুতি গুলি এখনো অধরা। দুই হাজার টাকার ভাতা দিয়ে রাজ্য সরকার প্রতিশ্রুতি পালন করলেও কদমতলা বাসীর সপ্ন পুরণ কবে হবে এটাই এখন দেখার।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ