27.7 C
Agartala
Saturday, April 20, 2024
- Advertisemet -spot_img

আতঙ্কে বিলোনীয়া রেলস্টেশন কোয়াটার

শ্যামলী ত্রিপুরা, বিলোনীয়া প্রতিনিধি: অসুরক্ষিত বিলোনিয়া রেলস্টেশন কোয়াটার। আতঙ্কে কোয়াটারের আবাসিকরা। নিরাপত্তা চাইছে প্রশাসনের কাছে এবং রেল কর্তৃপক্ষের কাছে। এখন দেখার বিষয় স্থানীয় প্রশাসন এবং রেল কর্তৃপক্ষ রেল কোয়ার্টারের আবাসিকদের আবেদনে কতটা সাড়া দেয়। ঘটনার বিবরণী জানা যায় বিলোনিয়া রেল স্টেশনে একুশটি কোয়াটার ব্লকে ৮৪ টি কোয়ার্টার রয়েছে। আবার শিক্ষা রয়েছেন মাত্র প্রায় ২০ টি কোয়াটারে। বাকি সব খালি। এই খালির সুযোগ নিয়ে কিছু সমাজ দ্রোহী এবং চোর প্রতিনিয়ত কোয়াটার চত্বরে ঘোরাফেরা করে। প্রায় সবকটি কোয়ার্টারে ইলেকট্রিকের সরঞ্জাম চুরি হয়ে গেছে। যে কয়টি কোয়ার্টারে লোকজন রয়েছে সেখানেও কোয়াটার বাসীরা যখন ডিউটিতে চলে যায় তখন তালা ভেঙে জিনিসপত্র চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বলে জানায় তারা। আজ সকালে মিঠুন দে(৩০) নামে এক যুবক একটি কোয়াটারের দরজা খোলা পেয়ে ঢুকে যায় এবং মোবাইল চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে। পরবর্তী সময়ে তাকে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় কোয়াটার বাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। চোর মিঠুন ঘটনা স্বীকার করে। তার বাড়ি রেলস্টেশন সংলগ্ন উত্তর সোনাইছড়িতে।

রেল কোয়ার্টারের আবাসিক টা জানায় এই ধরনের ঘটনায় তারা ডিউটিতে গিয়েও নিশ্চিন্তে ডিউটি করতে পারে না। এদিকে কোয়ার্টার কমপ্লেক্স এলাকায় বাউন্ডারি ওয়াল থাকলেও কোনো গেইট নেই। যার ফলে অনায়াসে যে কেউ অবাধভাবে বিচরণ করতে পারে। এছাড়াও অনেকটা খালি এলাকা পেয়ে সারাদিন তো বটেই রাতটা এগারোটা পর্যন্ত সমাজদ্রোহী এবং মোক্ষিরানীদের আনাগোনা চলে বলে জানায় আবাসিকরা। এসব বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাইছে আবাসিকরা।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ