26.1 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

পাণীয় জলের দাবিতে রাস্তা অবরোধে বিক্ষোভ

শ্যামলী ত্রিপুরা, কৈলাশহর প্রতিনিধি: পানীয়জলের দাবীতে গ্রামবাসীরা সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনা কৈলাসহরের কালীশাসন এলাকায়। কৈলাসহরের রাংরুং গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের গ্রামবাসীরা ঊনিশ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে সাতটা থেকে কালীশাসন এলাকায় কৈলাসহর-ফটিকরায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। রীতিমতো রাস্তার উপর তাবু লাগিয়ে তাবুর নীচে বসে কলসি, বড় বড় গামলা, বালতি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শন চলাকালীন বিক্ষোভকারী গ্রামবাসীরা জানান যে, রাংরুং গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরে পানীয়জলের সমস্যা রয়েছে। গ্রামে পানীয়জলের স্থায়ী কোনো উৎস নেই। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সচিবকে জানানোর পাশাপাশি DWS দপ্তরের আধিকারিকদের লিখিত ভাবে এবং মৌখিক ভাবে কয়েক বার জানানোর পরও কারোর পক্ষ থেকে কোনো ধরনের ভুমিকা নেওয়া হয়নি। গ্রামবাসীরা বিগত দশ মাস পূর্বেও পানীয়জলের জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলো। সেসময়, দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিলো যে, খুব শীঘ্রই গ্রামে স্থায়ী পাম্প মেশিন বসিয়ে পানীয়জল গ্রামে সরবরাহ করবে এবং যতদিন অব্দি স্থায়ী ভাবে পাম্প মেশিন বসানোর কাজ সম্পুর্ন হবেনা ততোদিন অব্দি গ্রামে দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে প্রতিদিন দুই বেলা করে পানীয়জল সরবরাহ করা হবে। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। বিগত সাত মাস ধরে গাড়ি দিয়ে পানীয়জল সরবরাহ করা হচ্ছে না। এবং গ্রামে পাম্প মেশিন স্থায়ীভাবে বসানো হলেও তিন মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু আজ অব্দি পাম্প মেশিন চালু করা হয় নি বলে গ্রামবাসীরা জানায়
Byte- গ্রামবাসী।
ঊনিশ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে সাতটা থেকে কালীশাসন এলাকায় রাস্তা অবরোধ শুরু হলেও প্রায় ছয় ঘন্টা পর দুপুর প্রায় দেড়টা নাগাদ কৈলাসহর থানার পুলিশ এবং DWS দপ্তরের আধিকারিকরা অবরোধস্থলে এসে অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষন আলোচনা করে জানায় যে, গ্রামের নতুন পাম্প মেশিনটি সোমবার রাতের মধ্যেই চালু করা হবে। এই আশ্বাস পাবার পর দুপুর তিনটা নাগাদ গ্রামবাসীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়। এই রাস্তা অবরোধের ফলে অফিস যাএী সহ নিত্য যাএীরা হয়রানির শিকার হন। অবরোধের দুই প্রান্তে প্রচুর গাড়ি আটকে পড়ে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ